সফলতা হঠাৎ করে আসে না। সফল হওয়ার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়, লড়াই করতে হয়। সফল হওয়া সহজ নয়। তবে যারা পরিশ্রম করতে পারে, লড়াই করতে জানে, তারা একদিন না একদিন ঠিকই সফল হয়। আর তেমন উদাহরণ আমাদের দেশে প্রচুর রয়েছে। তেমনই উদাহরণ হল দুই যুবক দিব্যঙ্ক তুরখিয়া এবং ভাবিন তুরখিয়া (Divyank Turakhia and Bhavin Turakhia)। এই দুই যুবকের ছোটবেলার দিন কেটেছে গ্রামে। অথচ এই দুই যুবক মুম্বাইয়ের বিলাসবহুল বাড়ি তৈরি করেছে। বর্তমানে তাঁরা দামি গাড়ি এবং কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। জেনে নিন এই দুই ভাইয়ের সম্পর্কে।
দিব্যঙ্ক তুরখিয়া এবং ভাবিন তুরখিয়ার জন্ম এক মধ্যবিত্ত পরিবারে। তাঁদের ছোট থেকেই পড়াশুনার প্রতি তেমন আগ্রহ ছিল না। কিন্তু তাঁদের আগ্রহ ছিল কম্পিউটার কোডিং-এর (Computer coding) প্রতি। তাই ১৩ বছর বয়সে দিব্যঙ্ক তুরখিয়া তাঁর ভাই ভাবিন তুরখিয়াকে সঙ্গে নিয়ে একটি স্টক মার্কেট সিমুলেশন গেম তৈরি করেন। এই গেম তৈরি করতে গিয়ে পড়াশুনার হয়তো অবনতি ঘটে, কিন্তু কোডিং-এ তাঁরা দক্ষ হয়ে ওঠেন ভীষণভাবে।
এরপর তাঁরা মনস্থির করেন যে, কোডিং-কে কেন্দ্র করে ব্যবসা শুরু করবেন। প্রথমে তাঁদের কাছে টাকা না থাকায় তাঁরা বাবার কাছ থেকে ২৫ হাজার টাকা ধার করেন। এইভাবেই দুই ভাই ২০০১ সালে তারা একটি সফটওয়্যার প্রোগ্রাম (Software Program) তৈরি করে ফেলেন।
একইসাথে এই দুই ভাই মিলে ১১টি স্টার্টআপ (Start up) করেন, যার নাম দেন ডিরেক্টরি। এই ডিরেক্টরি গ্রুপে বর্তমানে ১০০০ কর্মী এবং ১০ লাখ গ্রাহক রয়েছে। এমনকি তাঁরা ‘গুগল’ (Google) অ্যাডসেন্সের সাথে প্রতিযোগিতার জন্য মিডিয়া ডট নেটের (Media.net) তৈরি করেছিলেন। বর্তমানে এই মিডিয়া ডট নেটের সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি এবং বিজ্ঞাপন নেটওয়ার্ক। এই দুই ভাই “প্রথম ভারতীয় ইন্টারনেট উদ্যোক্তা” নামে খ্যাত হয়েছেন। কোনও প্রথাগত ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না থাকা সত্ত্বেও যেভাবে এই দুই ভাই মিলে নিজেদের প্রতিষ্ঠা করেছেন, তা সত্যিই নজিরবিহীন।