Strom R3: পেট্রোলের ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে বর্তমানে অনেকেরই পছন্দের হয়ে উঠেছে ইলেকট্রিক বাইক বা গাড়ি। এই গাড়ি যেমন পরিবেশবান্ধব তেমনি পকেট ফ্রেন্ডলিও। মূলত ইলেকট্রিক গাড়ি ব্যাটারি চালিত হওয়ায় শুধুমাত্র চার্জ দিলেই গাড়ি চলে।পেট্রোল বা ডিজেল কেনার পিছনে খরচা বন্ধ করে এখন বেশিরভাগ মানুষই এই ধরনের বাইক বা গাড়ি গুলো কিনছেন।
ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় নতুন একটি মডেল আসতে চলেছে। স্থানীয় ইলেক্ট্রিক গাড়ি নির্মানকারী সংস্থা Strom Motors নতুন বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে চলেছে। কি গাড়ি,তার বৈশিষ্ট্যই বা কি হবে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে আগামী বছরই Strom Motors এর Strom R3 গাড়িটি বাজারে আসতে চলেছে। গাড়িটির দাম হবে 5 লক্ষ টাকার কম। এই গাড়ি আপনি মাত্র দশ হাজার টাকাতে বুক করে নিতে পারবেন। পরিসংখ্যানে দেখা গেছে ইতিমধ্যেই ১০০ কোটি টাকার Strom R3 বুক করা হয়েছে।
Strom R3: পাওয়ার এবং রেঞ্জ:-
Strom R3 গাড়িটিতে 48 ভোল্টের বৈদ্যুতিক মোটর দেওয়া আছে যা 20.4 PS পর্যন্ত শক্তি ও 90 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই বৈদ্যুতিক গাড়িটি একবার সম্পূর্ণ চার্জ দিলে তাতে 200km পর্যন্ত চলবে। কোম্পানি জানিয়েছে এই বৈদ্যুতিক গাড়িটি সম্পূর্ণ চার্জ হতে মাত্র তিন ঘন্টা সময় নেয়। এই গাড়ির সর্বোচ্চ গতি হবে 80 কিমি/প্রতি ঘন্টা।
Strom R3: স্পেসিফিকেশন:-
ডবল সিটার এই বৈদ্যুতিক গাড়ির রয়েছে তিনটি চাকা। Automatic Transmission এর সাথে আসা এই গাড়িতে সানরুফ দেওয়া হয়েছে।এছাড়াও এই গাড়িতে থাকছে 300lt বুট স্পেস, পাওয়ার উইন্ডোজ, 7 ইঞ্চি টাচস্ক্রিন ইমফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, জিপিএস নেভিগেশন, পার্কিং অ্যাসিস্ট, রিভার্স ক্যামেরা ইত্যাদি ও।