আরশোলা কম বেশি প্রত্যেকের বাড়িতেই দেখা যায়। অনেকেই আরশোলা ভয় পান। আবার কেউ কেউ আরশোলা -কে ঘৃণাও করেন। এছাড়া আরশোলা রান্নাঘরে রাখা খাবারের ওপরেও চলাফেরা করে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই বাড়ির হাইজিন বজায় রাখতে আরশোলা -কে দ্রুত তাড়ানো খুবই আবশ্যক। আজ আমরা ঘরোয়া উপায়ে আরশোলা তাড়ানোর টোটকা নিয়ে হাজির হয়েছি। তাহলে জেনে নিন বিস্তারিত-
নিম পাতা :- নিমপাতা আমাদের শরীরের জন্য ভাল হলেও আরশোলা এর গন্ধ সহ্য করতে পারে না। অল্প কিছু নিমপাতা চারিপাশে ছড়িয়ে রাখলেই সেই গন্ধে আরশোলা বাড়ি ছেড়ে চলে যায়।
শসা :- শসা আমাদের শরীরের বাড়তি মেদ কমাতে সাহায্য করে। কিন্তু এর গন্ধ আরশোলা একদম সহ্য করতে পারে না। আরশোলা তাড়াতে এর জুড়ি মেলা ভার। গোল গোল করে কেটে বাড়ির আনাচে-কানাচে ছড়িয়ে রাখলে আরশোলা আর আপনার বাড়ির দিকে ফিরেও তাকাবে না।
দারুচিনি :- দারুচিনির উগ্র গন্ধ আরশোলার পছন্দ নয়। তাই দারুচিনি ছিটিয়ে রাখলে আরশোলা তার আশেপাশে যেতে পারে না। আরশোলা ব্লাটোডা পর্বের পোকা। আরশোলার 4600 টি প্রজাতি। যার মধ্যে মাত্র 30 টি প্রজাতি মানুষের বাসস্থানের সাথে সম্পর্কযুক্ত। তার মধ্যে 4 টি প্রজাতি ক্ষতিকর। 320 মিলিয়ন বছর আগে কার্বনিফেরাস যুগেও এদের সন্ধান মেলে।