এখন ছোটো থেকে বড়ো প্রতিটি মানুষের হাতেই আছে কমপক্ষে একটি করে স্মার্টফোন। আর এই স্মার্টফোনেই লুকিয়ে আছে গোটা জগৎ অর্থাৎ সোশ্যাল মিডিয়া। বর্তমান সময়ে প্রায় সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এই যুগটাকে সোশ্যাল মিডিয়ার যুগ বললেও ভুল কিছু হবে না।
এখন সবকিছুই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া যায়। যেমন- সাজ সরঞ্জামের জিনিস, পড়াশোনার সামগ্রী, নিত্যনৈমিত্তিক ব্যবহারের সব জিনিস, খাবার দাবার ইত্যাদি। সোশ্যাল মিডিয়া বলতে মূলত ইউটিউব, টুইটার, ইন্সটাগ্রাম, ফেসবুক কেই বোঝানো হয়। নিত্যদিন এত পরিমাণ মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজের অলস সময় কাটান যে কোনো না কোনো ভিডিও, ছবি, খবর প্রতিদিন ভাইরাল হতেই থাকে।
সম্প্রতি একটি ধারাবাহিকের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বাংলা ধারাবাহিক বাড়ির মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা ও পিসিমাদের ক্লান্তি কাটানোর ওষুধ। সন্ধ্যাবেলায় তাই পরপর চলে ধারাবাহিকের বহর। ছোটোবেলায় বিক্রম বেতালের বিভিন্ন গল্প পড়েছি আমরা।
এইবার সেই বিক্রম বেতাল কে নিয়েই স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকটির বিক্রম ও বেতাল চরিত্রে দেখা যাবে যথাক্রমে অভিনেতা জয় মুখোপাধ্যায় ও অভিনেতা শুভাশিস চ্যাটার্জি কে। ছোটো পর্দায় আবার দেখা যেতে চলেছে বিখ্যাত অভিনেতা জয় মুখোপাধ্যায়কে। অভিনেতা শুভাশিস চ্যাটার্জিকে মূলত হাসির চরিত্রেই অভিনয় করতে দেখা যেত। এবার তাকে দেখা যেতে চলেছে গুরুগম্ভীর চরিত্রে।