Hero Karizma XMR: একসময় এই বাইক ভারতের বাজারে বেশ আধিপত্য দেখিয়েছিল।কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে গেছে এই বাইক।আবার নতুন করে লঞ্চ হয়েছে Hero Karizma XMR। ফের নতুন রূপে এ বছরই লঞ্চ হয় Hero Karizma XMR। তবে এই আপডেটেড মডেলের লুকে আগের তুলনায় খানিকটা বদল এনেছে কোম্পানি। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
Hero Karizma XMR: বাইকের ইঞ্জিন ও পারফরমেন্স:-
Hero Karizma একটি লিকুইড-কুলড DOHC, 210cc সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন পাবে। যা 9,250rpm-এ 25.5bhp ও 7,250rpm-এ 20.4Nm টর্ক জেনারেট করতে সক্ষম হবে৷ এই ইঞ্জিনটি একটি নতুন 6-স্পিড গিয়ারবক্স পাচ্ছে। হিরো এখনও বাইকের অফিসিয়াল মাইলেজের পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে এটি প্রায় 32 kmpl মাইলেজ দেবে বলে আশা করা হচ্ছে। 2023 Hero Karizma-এর সর্বোচ্চ গতি 140 kmph।এই মডেলটি আপনারা ফ্যান্টম ব্ল্যাক, আইকনিক ইয়েলো আর ম্যাট রেড রংয়ের অপশনে পেয়ে যাবেন।
আরও পড়ুন: Bajaj Dominar: বাজার কাঁপাতে নতুন রূপে আসছে বাজাজ ডমিনার; জানুন বিস্তারিত তথ্য
Hero Karizma XMR: বাইকের ফিচার্স:-
হিরো করিজ্মার বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গেলে এতে নতুন প্রজন্মের একটি সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল পাবেন ক্রেতা। সঙ্গে ব্লুটুথ সংযোগ, টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, একটি স্লিপ অ্য়ান্ড অ্যাসিস্ট ক্লাচ, একটি অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড ছাড়াও রয়েছে হিরোর ইঞ্জিন স্টার্ট/স্টপ প্রযুক্তি। এ ছাড়াও XSense-এর মতো বৈশিষ্ট্যগুলিতে সাজানো হয়েছে এই বাইক।Karizma XMR ডুয়াল-চ্যানেল ABS সহ একটি রেয়ার ডিস্ক সহ একটি স্প্লিট সিট সেট-আপ পাচ্ছে।
Hero Karizma XMR: বাইকের দাম:-
এই বাইকের এক্স শোরুম দাম পড়বে প্রায় 1 লাখ 82 হাজার 900 টাকা মতো। এই বাইকটির বুকিং Hero Motocorp-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি করতে পারবেন।