Hero Splendor EV: যতটা প্রত্যাশা করা হয়েছিল তার চেয়ে দ্রুত হারে বাড়ছে ইলেকট্রিক বাইকের বাজার। আর তার সুযোগ তুলতে পিছু পা হচ্ছে না কোনও কোম্পানিই। এবার পেট্রল বাইকের দুনিয়ায় পরিচিত হিরো স্প্লেন্ডরকে ইলেকট্রিক বাইকে পরিণত করার কাজ শুরু হল।
আরও পড়ুন: Bajaj Boxer: দুর্ধর্ষ ফিচারস সহ বাজারে আসতে চলেছে সস্তার এই বাইক! জানুন বিস্তারিত
Hero Splendor EV:
এই কোম্পানি মূলত, ইলেকট্রিক কনভার্সন কিট বানিয়ে থাকে। অর্থাৎ ব্যাটারি ও প্রয়োজনীয় সরঞ্জাম যা দিয়ে জ্বালানি চালিত টু হুইলারও বিদ্যুৎ চালিত বাইকে রূপান্তরিত হয়। এদিন সেইরকমই একটি বাইক চোখে পড়ল পুনেতে। মোটরসাইকেলকে পুরো ক্যামোফ্লেজে মুড়ে ফেলা হয়েছে যাতে কেউ চিনতে না পারে।রাস্তায় একটি প্রোটোটাইপ নামানো হয়েছে পরীক্ষার জন্য। কিন্তু, বাইকটি যে স্প্লেন্ডর তাই এক দেখাতেই চিনে ফেলেছেন সবাই। নেটমাধ্যমে সেই ছবি আসতেই শুরু হয়েছে চর্চা। যদিও হিরো মটোকর্প এ বিষয়ে কিছু খোলসা করেনি।
Hero Splendor EV: Specification
জানা যাচ্ছে Hero Electric Splendor বাজারে আসলে তাহলে এইরকম বৈশিষ্ট্য ও রেঞ্জ দেখতে পাওয়া যাবে।কোম্পানির দাবি অনুযায়ী এক্ষেত্রে এক চার্জে 240 কিলোমিটার দীর্ঘ রেঞ্জ পাওয়া যাবে। আর বাইকটি ফুল চার্জ হতে সময় নেবে দুই থেকে তিন ঘন্টা। বৈদ্যুতিক বাইকটি 80km প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিতে চলতে সক্ষম হবে। দামও থাকবে 80 হাজার টাকার মধ্যে। জানা গেছে এতে ভারী লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক যুক্ত করা হবে।
আরও পড়ুন: KTM Duke 200: এযেন মধ্যবিত্তদের কাছে স্বপ্ন! মাত্র ৫০ হাজারে আজই ঘরে আনুন KTM Duke! জানুন কীভাবে