Hero Splendor ismart: যুগের সঙ্গে তাক মিলিয়ে চলছে গোটা বিশ্ব। প্রথম অবস্থায় পায়ের ওপর নির্ভর করে মানুষ দুর দূরান্তে পৌঁছে যেত। তারপর যত সভ্যতার অগ্রগতি হয়েছে প্রযুক্তির উন্নয়ন ঘটেছে। পায়ের ওপর থেকে নির্ভরশীলতার বদল ঘটেছে সাইকেলের ওপর। আরো উন্নতি ঘটেছে।বাজারে এসেছে ইলেকট্রিক এবং পেট্রোল চালিত স্কুটি,বাইক।এখন তো ঘরে ঘরে রয়েছে বাইক স্কুটি।
মধ্যবিত্ত সম্প্রদায়ের ছেলে মেয়েরা স্বপ্ন দেখে ঠিকই কিন্তু এত বাজেট হওয়ায় কিনতে পারে না।এবার তাদের স্বপ্ন পূরণের পালা।আর চিন্তা করতে হবে না তাদের।Honda বাজারে ইতিমধ্যেই লঞ্চ করেছে কম বাজেটের বাইক।যাতে যে কেউ তাদের সুবিধা মত,বাজেটের মধ্যে বাইক কিনতে পারে।এই প্রতিবেদনে Honda Splender Ismart বাইক সম্পর্কে জেনে নেবো বিস্তারিত।
Hero Splender Ismart বাইকের চাহিদা কেন বেশি?
Hero বাজারে সব সময় চেষ্টা করে রিজনেবল প্রাইসে বাইক লঞ্চ করতে। Splender Ismart i3s প্রযুক্তির অধিকারী।গাড়িটি লঞ্চ হওয়ার কয়েক মাসের মধ্যেই ব্যাপক হারে বিক্রি হয়েছে। গাড়িটির চাহিদা এত বেশি যে প্রতিদিন 800 ইউনিট করে উৎপাদন করা হয় এটি।আরো উৎপাদন বৃদ্ধি করার কথা চিন্তা করছে কোম্পানি।800 থেকে 1200 ইউনিট করে উৎপাদন করবে বলে ভাবনা চিন্তা করা হচ্ছে।
Hero Splender Ismart বাইকের ইঞ্জিন এবং স্পেসিফিকেশন
হিরোর এই মডেলটিতে 97.2 cc এয়ার কুল্ড 4 স্ট্রোক ইঞ্জিন রয়েছে।4 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ইঞ্জিনের সাথে যুক্ত করা হয়েছে।বাইকটির লুক কিন্তু স্পোর্টস বাইকের মত।100 cc কমিউটার রয়েছে।100 cc সেগমেন্টের সব থেকে সুন্দর ডিজাইনের বাইক এটি।ইঞ্জিন থেকে 9.30 bhp পরিমাণ শক্তি উৎপন্ন হয়।
আরও পড়ুন: Yamaha MT 15: মিস করলেই লোকসান! এইবার স্বল্প টাকায় ঘরে আনুন Yamaha- এর এই বাইক
Hero Splender Ismart: Price :-
কারো কাছে যদি খুব বেশি বাজেট নাও থাকে তাহলেও চিন্তা নেই।মাত্র ৩০ থেকে ৪০ হাজার টাকা যদি আপনার বাজেট হয়,তাও বাইকটি আপনি পেতে পারেন। Hero Splendor Ismart 2016 সালে যে মডেলটি লঞ্চ করেছিল বর্তমানে সেটি 32500 টাকায় পাওয়া যাচ্ছে। 18500 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে প্রস্তুর বাইকটি।প্রতি লিটারে 55 কিলোমিটার মাইলেজ অনায়াসে পেয়ে যাবেন।প্রতিদিনের যাতায়াত করার জন্য একদম আদর্শ বাইক।বর্তমানে ওয়েবসাইটে বিভিন্ন অ্যাপ আছে,যার মাধ্যমে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারেন।সেরকম একটি হল Droom .in. এখানেও এই মডেলটি পাওয়া যাচ্ছে।
1 thought on “Hero Splendor ismart: ৩২ হাজার টাকা খরচ করে ঘরে আনুন দুর্দান্ত মাইলেজ সম্পন্ন এই গাড়ি; জানুন বিস্তারিত”