Hero HF Deluxe: এখন ভারতীয় বাজারে ফোর হুইলার অপেক্ষা টু হুইলারের চাহিদা অনেকটাই বেশি।তাই নিত্য নতুন টু হুইলারের মডেল হাজির করছে বিভিন্ন অটোমোবাইল সংস্থা।ভারতীয় বাজারে বিভিন্ন অটোমোবাইল সংস্থা গুলির মধ্যে অন্যতম একটি বিশ্বাসযোগ্য সংস্থা হল Hero। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন নিত্য নতুন মডেল বাজারে হাজির করেছে সে। এই প্রতিবেদনে জেনে নেবো Hero এর লঞ্চ করা একটি নতুন দুর্ধর্ষ মডেল সম্পর্কে। Hero বাজারে নিয়ে আসতে চলেছে HF Deluxe। দেশের সবচেয়ে ভরসাযোগ্য এবং বিশ্বাস যোগ্য সংস্থা হল হিরো মটোকর্প।মানুষের চাহিদা অনুযায়ী নতুন নতুন মডেল হাজির করেছে।নতুন যে মডেলটি বাজারে আনা হচ্ছে সেটিও নিঃসন্দেহে খুব ভালো অত্যাধুনিক ফিচারস সম্পন্ন।
আরও পড়ুন: Bajaj Boxer: দুর্ধর্ষ ফিচারস সহ বাজারে আসতে চলেছে সস্তার এই বাইক! জানুন বিস্তারিত
Hero HF Deluxe Specifications:
ইঞ্জিন – এই নতুন মডেলের বাইকে রয়েছে 97 সিসি ইঞ্জিন।ইঞ্জিনটি 8.05 Nm টর্ক শক্তি উৎপাদন করে।আর তার সাথে 8.02 Hp শক্তি জেনারেট করতে পারে। এর ইঞ্জিন 4 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত। মাইলেজ: বাইকটি এক লিটারে 70 km মাইলেজ দিতে সক্ষম।
Variants Of Hero HF Deluxe:
হিরোর এই মডেলটির মোট চরটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে বাজারে।
- Drum kick cast
- Drum self cast
- self cast black
- i3s Drum self cast
Hero HF Deluxe Features:
এই মডেলের বাইকটিতে বড় ফুয়েল ট্যাংক আছে যার ওজন ১১০ কেজি।দুই চাকায় ড্রাম ব্রেক রয়েছে। ৯.১ লিটার ফুয়েল ট্যাংক রয়েছে।এছাড়াও আরো অনেক অত্যাধুনিক ফিচারস আছে।
Hero HF Deluxe Price:
সবাই যাতে এই গাড়ি কিনতে পারে,সেই কথা মাথায় রেখেই হিরো মোটরস দাম নির্ধারণ করবে।এখনও অব্দি সেই বিষয়ে সঠিক কোনো তথ্য জানা যায়নি।তবে এখনো পর্যন্ত পাওয়া খবরে সাধ্যের মধ্যেই দাম হবে বলে জানা গেছে।
আরও পড়ুন: KTM Duke 200: এযেন মধ্যবিত্তদের কাছে স্বপ্ন! মাত্র ৫০ হাজারে আজই ঘরে আনুন KTM Duke! জানুন কীভাবে
4 thoughts on “Hero HF Deluxe: জলের দামে আধুনিক ফিচারসসহ বাইক লঞ্চ করল HERO MOTORS; জানুন বিস্তারিত”