Techo Electra Neo: বাজারে এলো নতুন ইলেকট্রনিক স্কুটার। দুর্দান্ত মাইলেজসম্পন্ন এই গাড়িটি। একবার চার্জে ৪০ কিলোমিটারের ও বেশি পথ অতিক্রম করতে পারবে। আজকের প্রতিবেদনে এই স্কুটারের বিশেষত্বগুলি জেনে নেওয়া যাক। কর্তৃক কোম্পানি এই মডেলটিকে স্পোর্টি লুক দেওয়ার চেষ্টা চলছে। লুকের দিক থেকে এই ইলেকট্রিক স্কুটারটি অনেকটা Honda Dio-র মতো দেখতে।
Techo Electra Neo Electric Scooter Images
Techo Electra Neo Electric Scooter Features
এই বাইকের সামনে LED হেডলাইট, 12 লিটারের বুট স্টেস, ডিজিটাল স্পিডোমিটার, সেন্ট্রাল লকিং সিস্টেম, মোবাইল USB পোর্ট আর অ্যালয় হুইল রয়েছে। এছাড়া Techo Electra Neo Electric Scooter -এ 250 ওয়াটের BLDC মোটর ব্যবহার করা হয়েছে। সিঙ্গেল চার্জে এটি 60 কিলোমিটার থেকে 65 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিয়ে থাকে। এটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় 5 ঘন্টা থেকে 7 ঘন্টা। Techo Electra Neo Electric Scooter আপনারা সাদা, হলুদ, লাল আর কালো রঙে পেয়ে যাবেন।
যাঁরা সাশ্রয়ী মূল্যে ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন তাঁদের কিন্তু পছন্দ হতে পারে। এই ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম মূল্য 43 হাজার 967 টাকা। এটি কিনতে চাইলে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে বুক করতে পারেন। আবার নিকটবর্তী শোরুম থেকেও কিনতে পারবেন।
আরও পড়ুন: দুর্দান্ত মাইলেজসম্পন্ন Hero Splendor Plus এইবার মিলবে মাত্র 23 হাজার টাকায়; জানুন বিস্তারিত