বলিউডের বিখ্যাত অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aiswarya Rai Bachchan) 1 লা নভেম্বর 1973 সালে জন্মগ্রহণ করেন। একজন জাতীয় পুরস্কার জয়ী ভারতীয় অভিনেত্রী তিনি। মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। 1994 সালে বিশ্ব সুন্দরীর খেতাব জেতেন তিনি। তিনি হিন্দি সিনেমার পাশাপাশি বাংলা, তামিল ও ইংরেজি সিনেমাতেও কাজ করেছেন।
1997 সালে মনি রত্নমের তামিল ফিল্ম “ইরুভারু” থেকে অভিনয় জগতে ডেবিউ করেন। 1999 সালে সঞ্জয় লীলা বানসালির “হাম দিল দে চুকে সানাম” থেকে লাইমলাইটে আসেন তিনি। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে স্বামী, সন্তান নিয়ে সুখের সংসার তার।
গত মঙ্গলবার 49 বছরে পদার্পণ করেন তিনি। বলিউডের এখনও পর্যন্ত সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী তিনি। তার অভিনীত শেষ সিনেমা “পন্নীয়াণ সেলভান 1” এ 10 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। এই সিনেমাটি বর্তমানে চর্চার শীর্ষে রয়েছে। 1992 সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত বেশ অনেক ব্র্যান্ডেরই অ্যাম্বাসেডর তিনি। মাত্র এক হাজার টাকার বিনিময়ে প্রথম রুপা ক্রিয়েশনের ব্র্যান্ড প্রমোশন করেছিলেন তিনি।
কিন্তু বর্তমান সময়ে হীরের গয়না থেকে শুরু করে চুলের শ্যাম্পুর পর্যন্ত তিনি ব্র্যান্ড প্রমোশন করেন। এক একটি ব্র্যান্ড প্রমোশনের জন্য ৫ কোটি থেকে ৬ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। তার বাৎসরিক আয় ৮০ থেকে ৯০ কোটি টাকা। দুবাইতে সাড়ে ৫ হাজার স্কয়ারের একটি বাঙলো রয়েছে ঐশ্বর্য -র।
যার দাম আনুমানিক ১৬ কোটি টাকা। বান্দ্রা কুরলা কমপ্লেক্স এ একটি অ্যাপার্টমেন্ট রয়েছে তার। যার দাম কুড়ি কোটি টাকা। এছাড়াও গাড়ির কালেকশনে রোলস রোয়েস গোস্ট, অডি এ এইট এল, মার্সেডিজ বেন এস350ডি কুপ ইত্যাদি। সব মিলিয়ে তার গাড়ির মূল্য ১৮ কোটি টাকা।