সকলেরই পছন্দের ফুল হল গোলাপ (Rose)। গোলাপ বিভিন্ন রংয়ের হয়ে থাকে, যেমন- লাল, হলুদ, গোলাপি। অনেকেই বাড়িতে গোলাপ গাছ লাগাতে পছন্দ করেন। কিন্তু গোলাপ গাছের সঠিক পরিচর্যা করার উপায় জানেন না বা জানেন না কিভাবে গোলাপ গাছে প্রচুর কুঁড়ি আনা সম্ভব। তাই আপনাদের জানাতে চলেছি এমন একটি উপায়ের কথা, যে উপায়ে সহজেই গোলাপ গাছ তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যে।
প্রথমে কয়েকটি গোলাপের কুঁড়ি থেকে আশেপাশের পাতাগুলো কেটে পরিস্কার করে নিন। এরপর অ্যালোভেরা গাছের পাতার মধ্যে কুড়িগুলি ভালো করে ঘষে নিন। এইভাবে কম রোদযুক্ত জায়গায় প্রায় ৪০ দিনের মতো রেখে দিলে দেখবেন ওখান থেকেই কান্ড, পাতা বেরিয়েছে।
এরপর একটি টবে মাটি তৈরি করে নিন। এরপর গোলাপ কুড়িগুলোকে এই মাটিতে দিয়ে দিন। সবশেষে জল দিন। ১২০ দিন পরে দেখবেন টবের মাটি থেকে ছোট চারা গাছ বেরিয়েছে। এবারে এই চারাগুলো বড়ো পাত্রে একে একে পুঁতে দিন। দেখবেন কয়েকদিনের মধ্যেই গোলাপ গাছ ভরে উঠবে ফুলে ফুলে।