MG Comet EV: ইলেকট্রনিক স্কুটার ও বাইকের বাজারে এল নতুন ইলেকট্রনিক ফোর হুইলার গাড়ি। অন্যান্য ফোর হুইলারের থেকে এই গাড়ি পাওয়া যাবে অনেক সস্তায়। MG কোম্পানি লঞ্চ করেছে এই গাড়ি সম্প্রতি। আজকের প্রতিবেদনে জেনে নিন এই গাড়ির ফিচারস, দাম ও ভ্যারিয়েন্ট এর বিষয়ে।
MG Comet EV: ফিচারস:-
ব্রিটিশ গাড়ি নির্মাতা কোম্পানি MG Motors তাদের Comet EV-তে বেশ কিছু আধুনিক ফিচার যুক্ত করেছে। এতে 10.25 ইঞ্চির ইনফোটেনমেন্ট সিস্টেম আর 10.25 ইঞ্চির ইন্সট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে। এছাড়া এর স্টিয়ারিংয়ে অ্যাপেল i-pod-এর মতো অপশন পেয়ে যাবেন। এর পাশাপাশি রিভার্স পার্কিং ক্যামেরা, LED হেডলাইট, LED টেইল লাইট ইত্যাদি রয়েছে।
আরও পড়ুন: Honda E MTB: একবার সম্পূর্ণ চার্জে ছুটবে ৮০ কিমি; মাত্র ২ হাজারে আজই ঘরে আনুন Honda-এর ধাসু ই-সাইকেল
MG Comet EV:ব্যাটারি ও রেঞ্জ:-
এই ইলেকট্রিক গাড়িতে 17.3 কিলোওয়াট আওয়ারের শক্তিশালী ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। যা একবার চার্জ হলে 230 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 3.3 কিলোওয়াটের চার্জার দেওয়া হয়েছে।
MG Comet EV:দাম:-
MG Comet EV-তে 3 টি ভেরিয়েন্ট রয়েছে- এক্সিকিউটিভ, এক্সাইট ও এক্সাইট এফসি। এক্সিকিউটিভ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 6.99 লাখ টাকা, এক্সাইট ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 7.98 লাখ টাকা আর এক্সাইট এফসি ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 8.88 লাখ টাকা।
2 thoughts on “MG Comet EV: এইবার হবে মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ; স্বল্প দামে বাজারে এল ইলেকট্রিক ফোর হুইলার! দেখে নিন দাম”