অর্থ ছাড়া এখনকার দিনে আর কিছুই হয় না। এই পৃথিবীতে বহু ধনবান লোক রয়েছেন, তাদের সেরা দশের মধ্যে একজন হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তিনি ভারত শুধু নয় এশিয়ার মধ্যে সবচেয়ে বড়লোক ব্যাক্তি। তাঁর স্ত্রীর নাম নিতা আম্বানি (Nita Ambani)। তাঁদের জীবনযাপন, বাড়ি ইত্যাদি সবকিছু যে একেবারে বিলাসবহুল হবে সেকথা বলার অপেক্ষা রাখে না।
নিতা আম্বানি মাঝে মাঝেই চর্চায় চলে আসেন তাঁর সাজগোজ আর বিলাসবহুল জীবনযাত্রার জন্য। নিতা আম্বানির দামি শাড়ি এবং দামি দামি গহনা নাকি মুকেশ আম্বানির মুম্বাইয়ের বিলাসবহুল বাড়ির একটি অংশ দখল করে রেখেছে। তিনি সবকিছুই ব্র্যান্ডেড মাখেন। এমনকি রূপচর্চার সমস্ত কিছুই আনা হয় বাইরে থেকে। ক্রিম থেকে শুরু করে কাজল, শাড়ি থেকে শুরু করে ব্যাগ সবকিছুর দামই অত্যন্ত বেশি। এই দাম শুনলে সাধারণ মানুষেরা হয়তো অবাক হয়ে যাবেন।
তবে জানেন কি নিতা আম্বানি যে যে লিপস্টিক ব্যবহার করেন, সেগুলির এক একটির দাম সোনা, হিরের চেয়েও বেশি। সাধারণত সাধারণ মানুষ দামি লিপস্টিক বলতে ১০০০ বা ২০০০ বা তার বেশি হলে ৫০০০ টাকা দামের লিপস্টিক বোঝেন। কিন্তু নিতা আম্বানি বিশ্বের সবথেকে দামি লিপস্টিক ব্যবহার করেন, যার দাম ৭০ লাখ টাকা। এই টাকায় মুম্বাইতে একটি ফ্ল্যাট কিনে নেওয়া যায়। তবে এতো দামি লিপস্টিক ব্যবহার করা শুধুমাত্র নিতা আম্বানির পক্ষেই সম্ভব ।