বাংলা সিরিয়ালের মেগাদের মধ্যে মিঠাই সর্বপ্রথম স্থানে রয়েছে। ভীষণই জনপ্রিয় এই সিরিয়ালটি।২০২০ সালের ৪ ঠা জানুয়ারি প্রথম টিভির পর্দায় মুক্তি পেয়েছিল এটি। প্রথম থেকেই ধারাবাহিক টির জনপ্রিয়তা তুঙ্গে । মা দিদিরা রীতিমতো সন্ধ্যে ৮ টা বাজলেই কোনদিকে না তাকিয়ে টিভির পর্দার সামনে বসে যান মিঠাই দেখতে। এই ধারাবাহিক টির জনপ্রিয়তা পাওয়ার মূল কারণ যৌথ পরিবারের একাগ্রতা এর জন্য। সবসময় একে অপরের পাশে থাকতে দেখা যায় এখানে। ছেলেমেয়েরা খুব আনন্দ করে পুরো বাড়িটি কে সবসময় মাতিয়ে রাখে।
মিঠাই এর মূল চরিত্র এ অভিনয় করছেন সৌমিত্রিশা কুন্ডু। যে কিনা এই বাড়ির বউ। সারা বাড়িকে সেই মোটামুটি মাতিয়ে রাখে। খুবই প্রাণবন্ত ছটফটে সে। তার ই কীর্তিকলাপ দেখার জন্য দর্শক দের এত ভিড়। তবে শুধু পর্দায় নয় পর্দার বাইরেও তিনি একজন হাসিখুশি প্রাণবন্ত একটি মেয়ে।
সৌমিত্রিশা যে একেবারেই শান্ত স্বভাবের নয় তা তার ফ্যান এরা রীতিমতো জেনেই গেছেন। এবং এটা তিনি নিজেও স্বীকার করেছিলেন। এভাবে এরকমই একটা খুনসুটি র ভিডিও ভাইরাল হতে দেখা গেল সৌমিত্রিশা কে নিয়ে। সেখানে সে খুনসুটি করছে ম্যাডামের সঙ্গে।
ভিডিওটি তে দেখা যাচ্ছে মিঠাই এর পিছনে লাগছে ম্যাডাম। কিন্তু মিঠাই তো ছাড়ার পাত্রী নন। সে একেবারে জল নিয়ে ম্যাডাম এর মুখে ঢেলে দেওয়ার জন্যে প্রস্তুত। আসলে আসল ব্যাপার টা হয়েছে মিঠাই খুবই অগোছালো প্রকৃতির।সে সর্বত্রই তার জিনিস পত্র এদিক সেদিক ছড়িয়ে রাখে। মেকআপ এর জিনিস ও তার এদিক সেদিক ছড়ানো। এই গুলো গুছিয়ে জড় করে রাখতে হয়ে ম্যাডাম কে। তাই দুজনের দুজনের প্রতি এমন ই আচরণ করতে দেখা গেল খুনসুটির মাধ্যমে।