টলিউডের (Tollywood) একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা কম। অনেক বছর ধরে তিনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। শুধু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নয় উড়িষ্যা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। এছাড়াও আরও অনেকগুলি ভাষাতেই তিনি কাজ করেছেন তিনি। বর্তমানে তাকে ছবির পর্দায় খুব একটা দেখা যায় না ।তবে এখন তার পরিচয় হলো দিদি নাম্বার ওয়ানের (Didi No 1) সঞ্চালিকা তিনি।
জি বাংলা জনপ্রিয় একটি শো দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা হলেন তিনি। বহু বছর ধরেই এই কাজের সঙ্গে যুক্ত তিনি। তার জায়গায় অন্য কাউকে যেন একেবারেই মানায় না। এই শোয়ের জনপ্রিয়তা প্রচুর। প্রসঙ্গত উল্লেখযোগ্য এই বছর রচনা ব্যানার্জি তার বাবাকে হারিয়েছেন। তারপরে ভীষণ ভেঙ্গে পড়েছিলেন তিনি। এরপর আবারো কাজে ফিরেছিলেন এই অভিনেত্রী।
সম্প্রতি মুক্তি পেয়েছে দেব (Dev) ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত ছবি প্রজাপতি। এই ছবিটিতে তারা দুজন বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করছেন। এই ছবির প্রচারের জন্য রচনা ব্যানার্জি জানিয়েছেন যে বাবার সমর্থনের জন্যই তিনি এখন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। যারা বাবার সান্নিধ্যে রয়েছেন তারা ভীষণ ভাগ্যবান। বাবা সম্পর্কে কথা বলতে গিয়ে কেদে দিয়েছিলেন এই অভিনেত্রী। এভাবেই সেই সিনেমার প্রচার করতে গিয়ে নিজের বাবাকে মনে করেছেন রচনা ব্যানার্জি।