Rajdoot Bike Launching Soon: একটার পর একটা দারুণ স্টাইলিশ মডেল বাজারে নিয়ে আসছে বিভিন্ন সংস্থা।শুধু তাই নয়,মানুষের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।আজকাল মানুষ অনেক বেশি পরিমাণে টু হুইলারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।আজকাল রাস্তায় বেরোলে টু হুইলার বেশি চোখে পড়ে।শুধু নতুন মডেল নয়,মানুষের চাহিদার কারণে বিভিন্ন কোম্পানি পুরোনো মডেলের নতুন রূপ দিয়েছে।এবার রাজদূত কোম্পানি নিয়ে আসতে চলেছে পুরোনো মডেলকে নতুন রূপে।
রাজদূত সংস্থার এই মডেলটি একসময় বেশ ভালো রাজত্ব করেছে বাজারে।আবারও 2024 সালে ফিরছে এই মডেল।তবে যুগের সাথে তাল মিলিয়ে নতুন ভাবে গড়ে তোলা হয়েছে মডেলটিকে।অত্যাধুনিক ফিচারস,শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে মডেলটিতে।
Rajdoot ডিজাইন,ইঞ্জিন:
রাজদূত সংস্থার পুরোনো অ্যাম্বাসাডরটির নতুন লুক দেওয়া হয়েছে।অনেক বেশি আকর্ষণীয় করে তোলা হয়েছে।তবে এর ক্লাসিক রূপের কিন্তু পরিবর্তন করে নি কোম্পানি।শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।যা দুর্দান্ত পারফরম্যান্স দিতে প্রস্তুত।175 সেগমেন্টে দারুণ একটি মডেল আনতে চলেছে।এতে রেট্রো লুক দেওয়া হয়েছে।তার সাথে রয়েছে বিভিন্ন অত্যাধুনিক ফিচারস।
ফিচারস :
রাজদূত সংস্থা 2024 সালে যে নতুন রূপে পুরোনো মডেল আনতে চলেছে,সেখানে অত্যাধুনিক ফিচারস যোগ করা হয়েছে।
- ১. ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে।
- ২. ডিজিটাল মিটার কনসোল রয়েছে।
- ৩. ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে।
- ৪.স্লিপার ক্লাচ রয়েছে।
দাম :
পকেট ফ্রেন্ডলি বাজেটে বাইক কিনতে এখন সবাই চায়।বর্তমানে যা পরিস্থিতি তাতে বেশি দাম দিয়ে গাড়ি কেনার সাধ্য খুব মানুষের আছে।তাই এই মডেলটির নতুন রূপ দেওয়া হলেও,দামের দিক থেকে খুব সতর্ক মনোভাব নিয়েছে কোম্পানি।এখনও পর্যন্ত সঠিক মূল্য জানা যায় নি।তবে শোনা যাচ্ছে ২০২৪ সালের এই অ্যাম্বাসাডরটি সাশ্রয়ী মূল্যে বাজারে পাওয়া যাবে।
প্রতিদ্বন্দ্বী :
প্রতিদ্বন্দ্বিতা থাকবে না,একথা ব্যবসা জগতে বলা চলে না।শুধু ব্যবসা কেনো।সঙ্গীত,যে কোন শিল্প কর্ম,পড়াশোনা সব ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বিতা থাকা খুব জরুরী।এটা না থাকলে সাফল্যের চূড়ায় পৌঁছানোর তাগিদ থাকতো না মানুষের মধ্যে।এই জগতে প্রতিদ্বন্দ্বিতা খুব কমন ব্যাপার। Rajdoot 2024 মডেলটির বাজারে যে সমস্ত প্রতিদ্বন্দ্বী মডেল রয়েছে সেগুলি হল BajajPulsar, Honda CB,Unicorn ইত্যাদি সংস্থার 150 – 200 সিসি সেগমেন্টের বিভিন্ন বাইকগুলি।এখন দেখার পুরোনো মডেলের নতুন লুক কতটা সারা জাগাতে পারে সবার মধ্যে।