বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় মুখ হলেন তৃণা সাহা (Trina Saha)। তার জনপ্রিয়তা প্রচুর। খোকাবাবু (Khokababu) ধারাবাহিক দিয়েই তিনি জনপ্রিয়তা পান। তারপরে অন্যতম ধারাবাহিক খরকুটোর (Khorkuto) মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে উঠে যান এই অভিনেত্রী। আবারো বর্তমানে তার নতুন ধারাবাহিক আসতে চলেছে। যার নাম বালিঝড় (Balijhor)। তার প্রমোও রিলিজ করে গেছে।
এই তৃনা সাহার জনপ্রিয়তা প্রচুর। সদ্যই কলকাতা চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন তিনি। সেখানে শাহরুখ খানের (Shahrukh Khan) সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তার সঙ্গে ছবিও তোলেন তিনি। এ যেন এক স্বপ্ন পূরণ।সোশ্যাল মিডিয়াতে সেই ছবি পোস্ট করেছিলেন তৃণা সাহা। তবে এবারে কলকাতা বিমানবন্দর থেকে একটি ছবি দিয়ে তৃনা সাহা লিখেছিলেন মুম্বাইয়ে দেখা হবে। এবং হ্যাশট্যাগ দিয়েছিলেন ওয়ার্ক কল।
ফলে অনেকেই ভেবেছিলেন এবারে হয়তো বড় পর্দা বলিউডের জনপ্রিয় মুখ হতে চলেছেন তৃনা সাহা। তবে পরে তিনি জানিয়েছেন যে তিনি বিজ্ঞাপনের কাজে মুম্বাই গিয়েছিলেন। এছাড়াও মুম্বাইয়ে গিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন তিনি ।যেগুলি ভীষণ ভাইরাল হয়েছিল। একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন যে শুধুমাত্র ‘মুম্বাইই গরম কালের অনুভূতি দিতে পারে’। আবার শুটিংয়ের ভিডিও পোস্ট করে তিনি লিখেছিলেন যে ‘উফ ইয়ে ক্যামেরা’। তবে অনেকেই ভেবেছিলেন যে হয়তো এবারে বলিউডে কাজ করতে চলেছেন তৃনা সাহা। তবে তার ফ্যান ফলোয়ারসদের এই আশাটি এখনো পর্যন্ত পূরণ হয়নি।