রিয়ালিটি শো (Reality Show) দেখতে দর্শকরা খুবই পছন্দ করেন। সেরকম একটি জনপ্রিয় রিয়ালিটি শো হল ইন্ডিয়ান আইডল সিজন ১৩ (Indian Idol Season 13)। সনি টিভি (Sony Tv) তে এটি টেলিকাস্ট (Telecast) হয়। সেখানকার প্রতিযোগীদের গান এ মন ভরে উঠছে দর্শক তথা বিচারকদের। প্রতিবারের মতো এবছরও বাংলা থেকে অনেক প্রতিযোগীরা সেখানে গান করতে গেছে। বিদিপ্তা (Bidipta) , সঞ্চারী (Sanchari), সেজুতি (Senjuti), দেবস্মিতা (Debasmita) প্রমুখ বাংলার গায়িকারা এবার সেখানে গিয়েছে গান করতে।
এই শোতে সম্প্রতি বরুণ ধাওয়ান (Varun Dhawan) ও কৃতি শ্যানন (Kriti sSanon) ‘ভেড়িয়া’ ছবির প্রচারের জন্য এসেছিলেন। সেদিনকে ‘থ্যাঙ্ক ইউ মা’ (Thank you maa) স্পেশাল এপিসোড ছিল। ফলে প্রত্যেক প্রতিযোগী তাদের মা দের উদ্দেশ্য করে গান গেয়েছিলেন এবং প্রত্যেকেই আবেগে ভেসেছিলেন। সেদিন সেই মঞ্চে বাঙালির মেয়ে দেবস্মিতা গেয়েছিল ‘তু কিতনি আচ্ছি হ্যায়’ গানটি।
তার এই গান সকলকে মুগ্ধ করেছিল। সকলে আবেগে ভেসে যান তার গানে। বরুণ ধাওয়ান ও ব্যতিক্রম নয়। তিনি জানিয়েছেন যে তিনি নিয়মিত দেবস্মিতার গান শোনেন। দেবস্মিতা তার মায়ের জন্য একটি ওয়াশিং মেশিন (Washing Machine) কিনতে চায় সেটিও তিনি জানেন।
তখন বরুণ ধাওয়ান বলেন যে তিনি জানেন যে দেবস্মিতা তার মায়ের জন্য ওয়াশিং মেশিন কিনতে চান। যখন তিনি এটি জানেন তখনই তিনি ঠিক করে ফেলেন যে তিনিই সেটি উপহার দেবেন। তবে দেবস্মিতার সেটি কেনা হয়ে গেছে জেনে বরুণ ধাওয়ান বলেন যে তিনি জানেন যে দেবস্মিতা সেটা ইএমআই তে কিনেছে।
তখন বরুণ ধাওয়ান জানিয়েছেন যে তিনি জানেন সেটি ইএমআই এর টাকা। তিনি নিজে সেই টাকা দিয়ে দেবেন বলে জানিয়েছেন। এমনকি যদি ড্রায়ারের দরকার পড়ে সেটার ব্যবস্থাও বরুণ ধাওয়ান নিজে করে দেবেন বলে জানিয়েছেন।বরুণ ধাওয়ানের এই ব্যবহারে প্রত্যেক দর্শক রাই ভীষণ খুশি হয়েছেন। সকলেই তার খুব প্রশংসা করেছেন। মানবিক ব্যবহার মুগ্ধ করেছে সকলকে। এর ফলে তার অনুগামী সংখ্যা যেন আরো বৃদ্ধি পেয়েছে।