কয়েকদিন আগে জি বাংলার জনপ্রিয় শো রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করার জন্য চর্চায় এসেছেন। নেটিজেনরা তার ওপর ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। কয়েকদিন আগে তিনি ফেসবুকে লিখছিলেন, সুইগির ডেলিভারি বয়রা তাঁকে ফোন করে বলেন যে “আমি আসছি আপনি গেটটি খুলুন”।
একইসাথে তিনি লেখেন তিনি কি দারোয়ান যে তিনি গেট খুলবেন? এই পোস্টটি ঝড়ের গতিতে ভাইরাল হয় স্যোশাল মিডিয়ায়য়। নেটিজেনরা তার ওপর ভীষণ রেগে যান। নেটিজনরা অনেক রকমের কমেন্ট করতে থাকেন কমেন্ট বক্সে। সবশেষে সুদীপা চট্টোপাধ্যায় সেই পোস্টটি ডিলিট করে দেন।
কিন্তু সুদীপা চট্টোপাধ্যায়ের এই পোষ্টটির বিরুদ্ধে শ্রীলেখা মিত্র থেকে শুরু করে বহু তারকা বিভিন্ন মন্তব্য করেন। এই প্রসঙ্গে মন্তব্য করেন একসময়ের জনপ্রিয় শিশু শিল্পী অরিত্র দত্ত বণিক, যিনি ২০০৭ সালে ‘ড্যান্স বাংলা ড্যান্স জুনিয়র’ শো-এর মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন। এই অরিত্র সুদীপার মন্তব্যের সাপেক্ষে সুদীপাকে রীতিমত অহঙ্কারী তকমা দেন সোশ্যাল মিডিয়ায়।
কিন্তু পাল্টা উত্তরে সুদীপা বলেন। “অরিত্র জীবনে কী করেছে যে ওর কথা আমায় শুনতে হবে”? কিন্তু সুদীপা চট্টোপাধ্যায়ের মন্তব্য শুনে থেমে থাকেননি অরিত্র। তিনি একটি ভিডিও করে সুদীপা চট্টোপাধ্যায়কে বলেন, বড়দেরও উচিত ছোটদের সম্মান দেওয়া। একইসাথে তিনি বুঝিয়ে দেন, বুঝিয়ে দেন কেউ ছোট নয় এবং কোনো কাজ অসম্মানের নয়। এইভাবেই স্যোশাল মিডিয়ায় সুদীপা চট্টোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের দরুণ তর্ক-বিতর্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ।
পরবর্তীতে সঞ্চালিকা এই বিষয়ে পুনরায় মন্তব্য করেন যে, অরিত্র বড়দের সম্মান করতে জানেন না। এমনকি সুদীপার মতে, অরিত্র সুদীপার কমেন্টের ভুল ব্যাখ্যা করা জনপ্রিয় হওয়ার চেষ্টা করছে। অরিত্র নাকি তাঁর নাম ব্যবহার করে জনপ্রিয়তা বাড়াচ্ছে। এমনটাই অভিযোগ সুদীপা চট্টোপাধ্যায়ের। ফলে স্যোশাল মিডিয়া এখন অরিত্র এবং সুদীপা দুই সঞ্চালিকার বিতর্ক নিয়ে মুখর হয়ে রয়েছে।