Viral Video: ভারতের গণপরিবহনের মাধ্যমের মধ্যে একমাত্র লোকাল ট্রেনেই সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করে থাকে। খুব সামান্য ভাড়ায় সাধারণ মানুষ সহজেই পৌঁছে যান তাঁর নিজ গন্তব্যস্তলে। আর বরাবরই প্রায়ই লোকাল ট্রেনে টিকিট না কাটার অভিযোগ উঠে আসতে শোনা যায়। আর বর্তমানে সেই লোকালট্রেনে এইমতো পরিস্থিতিতে ছাগলের জন্য টিকিট কাটতে দেখেছেন কোনো মানুষকে কখনও? শুনতে অবাক লাগলেও এটিই সত্যি।
সম্প্রতি এক দরিদ্র ভদ্রমহিলা রেলকে ফাঁকি না দিয়ে এভাবেই তাঁর সততার পরিচয় দিয়েছেন। আর সেই ঘটনাই ছড়িয়ে পড়েছে সমগ্র সোশ্যাল মিডিয়ায়। বরাবরই লোকাল ট্রেনে ভিড় ঠাসা যাত্রীদর ছবি ধরা পড়ে। আবার তারমধ্যে অনেকের বিরুদ্ধে ভাড়া না কাটারও অভিযোগ উঠে আসে। টিকিট চেকারের কাছে ধরা পড়ে জরিমানা হলেও কোনোরকম হেলদোল থাকেনা। আর এই মহিলা শুধু নিজের জন্য নয়, বরং এক্কেবারে সঙ্গে থাকা তাঁর ছাগলেরও টিকিট কাটেন। আর যা দেখে রীতিমতো অবাক টিকিট চেকার পর্যন্ত।
বর্তমানে রেলকে ফাঁকি দিয়ে লোকাল ট্রেনে যাতায়াত করা এমন মানুষ এদেশের আনাচে কানাচে চোখ রাখলেই নজরে আসে। তবে এই দরিদ্র মহিলা তাঁর পোষ্য ছাগলেরও টিকিট কেটে তবেই ট্রেনে ওঠেন। টিকিট চেকার এসে তাঁর কাছে টিকিট দেখতে চাইলে তিনি বলেন, নিজের টিকিটতো আছেই সঙ্গে তার কাছে রয়েছে তাঁর ছাগলেরও টিকিট। আর এই ভিডিয়োটি টুইটার তথা বর্তমানে এক্স এ শেয়ার করেন, আইএএস অফিসার অবনীশ শরণ। এবং ভিডিওটি (Viral Video) শেয়ার করার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
সেই সঙ্গে ভিডিয়োর (Viral Video) ক্যাপশনে অবনীশবাবু লিখেছেন, ‘মহিলা পোষ্য ছাগলের জন্যও টিকিট কেটেছেন। গর্বের সঙ্গে তা টিকিট পরীক্ষককে জানাচ্ছেন। ওঁনার হাসিমুখের দিকে দেখুন। অপূর্ব!” এবং এই ভিডিওটিতে দেখা গেছে, টিকিট চেকার বা টিটি এসে ওই মহিলাকে প্রশ্ন করেন, ‘টিকিট কেটেছেন কি?’ সাথে সাথে মহিলা জবাব দিলো ‘হ্যাঁ’। এরপর মহিলার সঙ্গে থাকা ছাগলের দিকে তাকিয়ে টিটি প্রশ্ন করেন, ‘ছাগলের জন্যও টিকিট কেটেছেন?’ আর তারপরই একগাল হেসে তিনি উত্তর দেন ‘হ্যাঁ’। আর তাই ওই ভদ্রমহিলার এই স্বভাবের জন্য খুশি হন টিটি এবং সেইসঙ্গে ওই মহিলা এবং তাঁর পোষ্য ছাগলের টিকিটেরও ছবি তুলে দেখান টিটি ভিডিয়োতে।
She bought train ticket for her goat as well and proudly tells this to the TTE.
Look at her smile. Awesome.❤️ pic.twitter.com/gqFqOAdheq
— Awanish Sharan 🇮🇳 (@AwanishSharan) September 6, 2023