Tollywood: সম্প্রতি নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল বঙ্গ সম্মাননা। এদিন বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ ও মহানায়ক এর মত পুরস্কারে সম্মানিত হয়েছেন বহু তারকা। কিন্তু এবার মহানায়ক সম্মান পাওয়া তারকাদের নিয়ে সন্তুষ্ট নন দর্শকেরা। দর্শকদের নিরিখে কারা এই সম্মান এর যথাযথ অংশীদার, আসুন জেনে নিই’
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় :-
তিরিশ বছর ধরে টলিউডের (Tollywood) সাথে যুক্ত রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই একজন ইন্ডাস্ট্রি। বলিউডের শাহরুখ খান ও সালমান খানের সাথে তুলনা করা হয় তার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এত সম্মানীয় এক ব্যক্তি তবুও পাননি মহানায়কের সম্মান। যা তার প্রাপ্য ছিল।
জিৎ :-
টলিউডের (Tollywood) অন্যতম বিখ্যাত অভিনেতা হলেন জিৎ। বহু বছর ধরে টলিউডের সাথে যুক্ত রয়েছেন তিনি। একের পর এক হিট মুভিও দিয়েছেন টলিউডকে। কিন্তু রাজনীতির থেকে দূরেই থাকেন তিনি। তাহলে কি রাজনীতির সাথে যুক্ত না হওয়ার কারণেই “মহানায়ক” সম্মান পেলেন না তিনি? প্রশ্ন তুলছেন দর্শকেরা।
ঋত্বিক চক্রবর্তী :-
এই অভিনেতার অভিনয় প্রতিভা নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। কোনো পুরস্কার তার জাত চেনানোর জন্য যথেষ্ট নয়। যেকোনো পুরস্কারের থেকেই ঊর্ধ্বে ঋত্বিক চক্রবর্তীর অভিনয় প্রতিভা।
পরমব্রত চট্টোপাধ্যায় :-
বিগত দুই দশক ধরে অভিনয় এর সাথে যুক্ত রয়েছেন পরমব্রত। তার হাত ধরে বহু বিখ্যাত সিনেমা উঠে এসেছে। তাও মহানায়ক পুরস্কার থেকে বঞ্চিত করা হলো তাকে।
যীশু সেনগুপ্ত :-
শুধু টলিউডেই নয় পাশাপাশি বলিউড ও সাউথ ইন্ডিয়া স্ট্রিতেও চুটিয়ে কাজ করে চলেছেন যিশু সেনগুপ্ত। নিজের প্রতিভার মাধ্যমে পশ্চিমবঙ্গ কে বারবার গর্বিত করেছেন তিনি। কিন্তু তাও এদিন যথাযথ সম্মান দেওয়া হয়নি তাকে।
আবির চ্যাটার্জি :-
আবির চ্যাটার্জি বর্তমান সময়ের বিখ্যাত অভিনেতাদের মধ্যে অন্যতম। রাজনীতিতে তাকে দেখা যায় না।
অনির্বাণ ভট্টাচার্য :-
থিয়েটার থেকে অভিনয়ের যাত্রা শুরু তার। বর্তমানে টলিউডে বেশ খ্যাতি লাভ করেছেন তিনি।