BMW R1300: BMW পছন্দ করেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়।অনেকেই আছেন BMW নতুন মডেলের জন্য অপেক্ষা করে থাকেন।যারা একবার BMW মডেলের স্বাদ পেয়েছেন,তারা আর কখনও অন্য মডেল সহজে কিনতে চাইবেন না। এমনই জাদু আছে এই মডেলে। BMW মডেলের দাম হয়তো খুব হাই।মধ্যবিত্ত পরিবারের পক্ষে কেনা সম্ভব নয়।কিন্তু তবুও ভারতীয় বাজারে এর চাহিদা কিন্তু কোনো অংশে কম নয়।
ভারতের বাজারে এবার লঞ্চ হতে চলেছে BMW। মানুষ দীর্ঘদিন অপেক্ষা করে আছে এই BMW মডেলের জন্য।এতদিন বাজার দখল করেছিল BMW R 1250 GS। এবার সেই জায়গা দখল করতে চলেছে BMW এর নতুন মডেল BMW R1300 GS। আগের থেকে এই নয়া মডেলটি আরো সুন্দর করে তোলা হয়েছে।ডিজাইন থেকে ইঞ্জিন ,ফিচারস সব কিছুই আগের মডেলটির থেকে আরো বেশি ভালো করে গড়ে তোলা হয়েছে।
BMW R1300: ইঞ্জিন:
BMW 1250 R GS মডেলটির সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন আছে।বক্সার 1300সিসি ইঞ্জিন এতে রয়েছে।আগের মডেলটির তুলনায় এই নয় মডেলটির ওজন 12 কেজি কম।মাইলেজ নিয়ে কথা না বলাই ভালো।প্রতি লিটারে বেশ ভালই মাইলেজ দিতে প্রস্তুত।এই ইঞ্জিন 7750 rpm এ 147 ps শক্তি এবং 6500 rpm গতিতে 149 টর্ক উৎপন্ন করতে সক্ষম।
BMW R1300: ফিচারস:
BMW এর নয়া মডেলে রয়েছে দুর্ধর্ষ আকর্ষণীয় সব ফিচারস।
- ১.নতুন ম্যাট্রিক্স LED হেড লাইট রয়েছে।
- ২.স্ট্যান্ডার্ড ফিচারস হিসেবে রয়েছে ডায়নামিক প্যাকেজ।
- ৩.গিয়ার শিফট অ্যাসিস্ট্যান্ট প্রো এবং হরেক রাইডিং মোড রয়েছে।
- ৪.এছাড়া রয়েছে তিনটি স্টাইলিং প্যাকেজ।Style Triple Black,Style GS Trophy,719 Tramauntana।
- ৫. এছাড়া এতে রয়েছে ShiftCam টেকনোলজি।
- ৬. ভালভ টাইমিং,ভালভ স্ট্রোক,নতুন স্টিলের ফ্রেম, নয়া সাসপেনশন আছে।
- ৭.BMW মডেলটি দানব আকৃতি বিশিষ্ট। ড্র্যাগ টর্ক কন্ট্রোল,হিল স্টার্ট কন্ট্রোল,ডায়নামিক ব্রেক কন্ট্রোল রয়েছে।
- ৮.এই মডেলটির বিশেষত্ব হল ৬.৫ ইঞ্চি ফুল কালার টি এফ টি টাচ স্ক্রিন রয়েছে।
- ৯.এছাড়া রয়েছে একটি সেন্টার স্ট্যান্ড সহ কমফোর্ট প্যাকেজ, উইন্ডশিল্ড সহ অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন, ককপিট ট্রিম ও উইন্ড ডিফ্লেক্টর ।
- ১০.কমফোর্ট প্যাসেঞ্জার সিট সহ প্যাসেঞ্জার কিট, কমফোর্ট প্যাসেঞ্জার রেস্ট এবং লাগেজ ক্যারিয়ার আছে।
- ১১. ট্যুরিং প্যাকেজ অব্দি রয়েছে।যদি সেটা অপশনাল হিসেবে আছে।
BMW R1300: দাম:
আত্যাধুনিক ফিচারস দেখেই বোঝা যাচ্ছে এই নয় মডেলটি বেশ দামী।এক্স শোরুমে ভারতীয় বাজারে এর মূল্য ২০.৯৫ লক্ষ টাকা।তবে এটা ইন্ট্রোডাক্টারি প্রাইস হিসেবেই কোম্পানি ধার্য করেছে। পরে এই মডেলের দাম হয়তো আর অনেকটাই বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।