Honda To Stop Production Of Petrol Powered Bike and Scooty: পেট্রোলের দাম দিন দিন আকাশছোঁয়া হয়ে গেছে।এছাড়া পরিবেশ দূষণ বর্তমানে বেড়ে গেছে অনেকটাই।সেই পরিবেশ দূষণ রোধ করার জন্যে সরকার অভিনব প্রচেষ্টা নিচ্ছে।ধীরে ধীরে পরিবেশ দূষণ রোধ করার প্রচেষ্টা নিচ্ছে সরকার।তাই ইলেকট্রিক স্কুটি বাজারে নিয়ে এসেছে।এবার একদম পেট্রোল চালিত গাড়ি বন্ধের সিদ্ধান্ত নিল সরকার।জাপানি টু হুইলার সংস্থা সিদ্ধান্ত নিয়েছে এবার পুরোপুরি পেট্রোল চালিত গাড়ি তৈরি বন্ধ করে দেবে।কিন্তু কেনো এই সিদ্ধান্ত ?আজকের প্রতিবেদনে সেই নিয়ে আলোচনা করা হবে।
পরিবেশ বান্ধব টু-হুইলার তৈরীর সিদ্ধান্ত:
পুনর্নবীকরণযোগ্য টু হুইলার তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন সংস্থা।যাতে কোনমতে দূষণ ছড়াতে না পারে।২০৪০ সাল থেকে একদম পেট্রোল চালিত গাড়ির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এখন লক্ষ্য হল,পরিবেশকে পরিষ্কার রাখা,স্বচ্ছ রাখা।তাই পরিবেশকে দূষণমুক্ত রাখতে দারুণ প্রচেষ্টা নেওয়া হয়েছে।যে সমস্ত গাড়ি তৈরি করা হচ্ছে,সেগুলি থেকে দূষণ ছড়ানোর কথা নয়।
Honda হল বিখ্যাত একটি অটোমোবাইল সংস্থা।কিন্তু এখনও পর্যন্ত একটাও পরিবেশবান্ধব গাড়ি লঞ্চ করতে পারে নি,এই সংস্থা।এই মুহূর্তে ১০ টি ইলেকট্রিক ভেহিকল লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।২০২৬ সাল থেকে তারা ১০ লক্ষ ইভি মডেল বিক্রি করবে বলে অনুমান করা হচ্ছে।
১০ লক্ষ দিয়ে শুরু করলেও ধীরে ধীরে এই মডেল বিক্রির পরিমাণ বাড়াবে বলেই জানাচ্ছে কোম্পানি।চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেবে কোম্পানি।ইলেকট্রিক ভেহিকল উন্নয়ন এবং তৈরির জন্য মোটা অংকের অর্থ লগ্নি করেছে হোন্ডা।১০ লক্ষ পরিমাণ যাতে ৩৫ লক্ষ পরিমাণে পরিণত হতে পারে সেই দিকে নজর দিয়েছে সংস্থা।কোম্পানি সলিড স্টেট ব্যাটারি তৈরির কাজ চালাচ্ছে।
Honda কোম্পানী একা নয়,বিভিন্ন অংশীদারি কোম্পানি এগিয়ে এসেছে।সবাই মিলে এক সাথে হতে হাত মিলিয়ে কাজ করছে।চার্জিং স্টেশন ইনস্টল করতে চলেছে হোন্ডা।খুব শীঘ্রই বাজারে তাদের ইভি মডেল বাজারে আনবে হোন্ডা। Honda সর্বপ্রথম বাজারে আনতে চলেছে Honda Activa মডেলের ইলেকট্রিক ভার্সন।
আগামী কয়েক মাসের মধ্যেই চলে আসবে এই মডেল।কিন্তু ঠিক কবে আসবে সেই সম্পর্কে কোনো তথ্য এখনও প্রকাশ্যে আসে নি।তবে পরিবেশ বান্ধব মডেল বাজারে ভালই রেসপন্স পাওয়া যাচ্ছে।আসতে আসতে পেট্রোল চালিত মডেল কমে আসবে।২০৪০ সালের মধ্যে আশা করা যাচ্ছে জাপানি সংস্থার লক্ষ্যপূরণ হবে।