ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

আশ্চর্যজনক রকমের ডিজাইন এবং অনন্য শৈলীর স্থাপত্য যা সবাইকে বিস্মিত করবে আপনাকেও

Published on:

পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কতো সব অজানা জিনিস। এইসব অবাক করা জিনিসের সম্পর্কে কতটুকুই বা জানি আমরা? তেমনই এই পৃথিবীতে রয়েছে বিভিন্ন ধরনের আশ্চর্যজনক বিল্ডিং, যে বিল্ডিংগুলি দেখলে হতবাক হবেন যে কেউ। সবার পক্ষে সম্ভব নয় সেগুলো নিজের চোখে দেখে আসা। তাই আপনাদের জন্য রইলো পৃথিবীর আশ্চর্যজনক কয়েকটি বিল্ডিং-এর ছবি এবং তার বিবরণ। দেখে নিন–

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Image 34 Scaled, আশ্চর্যজনক রকমের ডিজাইন এবং অনন্য শৈলীর স্থাপত্য যা সবাইকে বিস্মিত করবে আপনাকেও, আশ্চর্যজনক রকমের ডিজাইন এবং অনন্য শৈলীর স্থাপত্য যা সবাইকে বিস্মিত করবে আপনাকেও

Vyaghra Gumpha (ভারত) – গুম্ফা উদয়গিরির অন্যতম জনপ্রিয় প্রাচীন গুহা হল ব্যাঘরা। গুহার মুখ দেখে হবে হবে যেন একটা বাঘের মুখ। তবে বর্তমানে গুহাটির ধ্বংসাবশেষে রয়েছে।

Twisted Chimney (Wales) – একেবারে চিমনির মতো দেখতে একটি স্তূপ হল Twisted Chimney। দেখে মনে হবে যেন এটি ভেঙে পড়েছে। নিউইয়র্কের একজন ভাস্করের তৈরি এই পেঁচানো চিমনি দক্ষিণ ওয়েলস উপত্যকায় পাবলিক আর্টওয়ার্ক হিসাবে উন্মোচন করা হয়েছে।

Image 33 Scaled, আশ্চর্যজনক রকমের ডিজাইন এবং অনন্য শৈলীর স্থাপত্য যা সবাইকে বিস্মিত করবে আপনাকেও, আশ্চর্যজনক রকমের ডিজাইন এবং অনন্য শৈলীর স্থাপত্য যা সবাইকে বিস্মিত করবে আপনাকেও

Hyatt Regency San Francisco (যুক্তরাষ্ট্র) – এটি 802-রুম বিশিষ্ট একটি হোটেল। প্রচুর লোকের থাকার জায়গা রয়েছে এখানে।

Image 32 Scaled, আশ্চর্যজনক রকমের ডিজাইন এবং অনন্য শৈলীর স্থাপত্য যা সবাইকে বিস্মিত করবে আপনাকেও, আশ্চর্যজনক রকমের ডিজাইন এবং অনন্য শৈলীর স্থাপত্য যা সবাইকে বিস্মিত করবে আপনাকেও

Copan Residential Building (সাও পাওলো, ব্রাজিল)–এটি ব্রাজিলের বৃহত্তম ভবনগুলির মধ্যে একটি। এটি 118.44-মিটার (459 ফুট) লম্বা, 38-তলা বিশিষ্ট আবাসিক ভবন। এখানে 1,160টি অ্যাপার্টমেন্ট, 70টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।

Alpine shelter on Monte Cristallo (Auronzo di Cadore,ইতালি)– এটি প্রথম বিশ্বযুদ্ধের সময় 2760 মিটার উচ্চতায় তৈরি হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় ইতালীয় সৈন্যরা এই আশ্রয়স্থলটি তৈরি করেছিল।এটি সেইসময় ‘দ্য হোয়াইট ওয়ার’ নামে পরিচিত ছিল সেই সময়।

Nautilus Giant Seashell House (মেক্সিকো) – এটি সীশেলের মতো দেখতে। এটি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে অবস্থিত। জলজ নকশা রয়েছে এখানে।

Image 35 Scaled, আশ্চর্যজনক রকমের ডিজাইন এবং অনন্য শৈলীর স্থাপত্য যা সবাইকে বিস্মিত করবে আপনাকেও, আশ্চর্যজনক রকমের ডিজাইন এবং অনন্য শৈলীর স্থাপত্য যা সবাইকে বিস্মিত করবে আপনাকেও

Sumela Monastery ( তুরস্ক) – এটি গ্রীক অর্থোডক্স মঠ। এটি তুরস্কের ট্রাবজোন প্রদেশের মধ্যে 1200 মিটার উচ্চতার একটি খাড়া পাহাড়ে অবস্থিত। এটি 386 খ্রিস্টাব্দে তৈরি হয়ে।

L’Arbre Blanc আবাসিক টাওয়ার (Montpellier, ফ্রান্স) –এই বিল্ডিং এর বাসিন্দারা বছরের ৮০ শতাংশ সময় সূর্যের আলো উপভোগ করেন। এটি 17-তলা বিল্ডিং। এটাতে 113টি অ্যাপার্টমেন্ট রয়েছে। যেখানে এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, এটিতে বারান্দা, নীচতলা এবং ছাদে সর্বজনীনভাবে অ্যাক্সেসযোগ্য সুবিধা রয়েছে।

About Author
Tamalika Sengupta

বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।