এখন সোশ্যাল মিডিয়াতে নানা মানুষের নানা ধরনের ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হচ্ছে।মানুষ আকর্ষিত হলেই সেই ভিডিও নিমেষে ভাইরাল। আপনি মধ্যে থাকা যেকোনো ট্যালেন্ট আপনাকে রাতারাতি জনপ্রিয় করে দিতে পারে।
বহুবার এমন ধরনের ঘটনার সাক্ষী আমরা হয়েছি । তবে এই সকল মজার ভিডিও বানাতে গিয়ে অনেক বিপদও ঘটে থাকে।আমরা আমাদের কৃতকর্মের ফলে বহু বিপদ ডেকে আনি।আর সেইরকমই এক ভিডিও আবারও নেটদুনিয়ায় ভাইরাল হলো।
বিভিন্ন হস্যকর ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয় তেমনই এক ভিডিও আবারও ভাইরালহলো। কোনো জিনিস বেশি পরিমাণে করা ভালো নয়, সেটার ফল খারাপ হতে পারে।আর এই ভিডিওটিতে সেরকম একটি ঘটনা ধরা পড়লো।
এই ভিডিওতে দেখা যায় যে নতুন বিয়ে হওয়া বউ গাড়িতে করে শশুর বাড়ি যাচ্ছে।তার মুখে অনেক মেকআপ করা।পাশে ছিলেন তার স্বামী। শশুর বাড়ী যাওয়ার সময় মেয়েরা কম বেশি কেঁদে থাকে।তেমন টাই এখানেও ঘটলো। অতিপরিমানে কান্নার কারণে ওই যুবতী মেকআপ মুছে যায় এবং তার আসল চেহারার রং ফুটে ওঠে।অবাক হন তার স্বামী।আর এটাই মানুষের হাসির খোরাক হয়ে ভাইরাল নেটদুনিয়ায়।।