বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা হলেন ঐশ্বর্য রায় বচ্চন (Aiswarya Rai Bachchan)। বিশ্ব সুন্দরীর (Miss World) খেতাব রয়েছে তাঁর নামে। সুন্দর্যের পাশাপাশি অভিনয়ের মাধ্যমেও সকলকে হারিয়ে দিয়েছেন তিনি। বলিউডে এক সময় নিজের জায়গা তৈরি করেছিলেন ঐশ্বর্য (Aiswarya)। এর পাশাপাশি নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন বচ্চন পরিবারের মনেও। আজ তিনি অভিষেক বচ্চনের স্ত্রী আর বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের বৌমা। অবশ্য এর পাশাপাশি নিজের পরিচয় বহু আগেই তৈরি করেছিলেন।
বহু বছর ধরে শ্বশুর, শাশুড়ি, স্বামী আর মেয়েকে নিয়ে সুখে সংসার করছেন ঐশ্বর্য। বিয়ের আগে বলিউডের চুটিয়ে অভিনয় করেছিলেন তিনি। বিয়ের পর থেকে ধীরে ধীরে সিনেমাতে কাজ করা কমিয়ে দেন ঐশ্বর্য। সেই সময় গুছিয়ে সংসার করাতেই মন দিয়েছিলেন বচ্চন পরিবারের পুত্রবধূ। নিজের ব্যবহারের মাধ্যমে শ্বশুর আর শাশুড়ির মনে অনেক আগেই জায়গা করে নিয়েছিলেন তিনি, বিয়ের পর সেটি আরও পাকাপাকি হয়ে যায়। বিয়ের পর থেকে ঐশ্বর্য গোটা বচ্চন পরিবারের সাথে এক ছাদের তলায় থাকেন।
শাশুড়ি আর বউমার কলহ দেখতেই অভ্যস্ত আমরা। কিন্তু এই গতানুগতিক সমীকরণ দেখতে পাওয়া যায়নি ঐশ্বর্য আর জয় বচ্চনের মধ্যে। বিখ্যাত অভিনেত্রী জয়া বচ্চন পুত্রবধূ ঐশ্বর্যকে ভীষণ ভালবাসেন। সর্বদা তাঁকে নিয়ে সতর্ক থাকেন। সব সময় ঐশ্বর্যকে খ্যাতি আর সফলতার শীর্ষে দেখতে চান শাশুড়ি মা জয় বচ্চন। এই কথা আমাদের নয়। এর প্রমাণ জয় বচ্চন নিজেই সাংবাদিকদের সামনে বহুবার দিয়েছেন। একবার একজন সাংবাদিক ঐশ্বর্যকে নাম ধরে ডেকেছিলেন, এতে জয়া বচ্চন রেগে যান। ক্যামেরার সামনেই তাঁকে তিরস্কার করেছিলেন তিনি। ঐশ্বর্যকে অনেকেই ভালোবেসে ‘অ্যাস’ বলে ডাকেন। কিন্তু পুত্রবধূকে বাইরের কেউ ‘অ্যাস’ বলে ডাকবেন, এটি মেনে নিতে পারেন না জয়া বচ্চন। মেজাজ হারিয়ে ফেলেন তিনি।
এবার রাগী জয়া বচ্চনের ধৈর্যের সীমা ভেঙে গেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অভিনেত্রীর নাম নমিনেশনের তালিকায় থাকা সত্ত্বেও তাকে মঞ্চে ডাকা হয়নি। আসলে ‘যোধা আকবর’ সিনেমাতে অসাধারণ অভিনয় করার জন্য নমিনেশনের তালিকার নাম নথিভুক্ত হয়েছিল ঐশ্বর্য বচ্চনের। একই তালিকায় ‘ফ্যাশন’ ছবিতে অভিনয় করার কারণে প্রিয়াঙ্কা চোপড়ারও নাম নোমিনেশনে নথিভুক্ত ছিল। সকলেই ভেবেছিলেন ঐশ্বর্য রায় বচ্চন জিতে যাবেন। কিন্তু আসলে জিতে ছিলেন প্রিয়াঙ্কা। আর এই ঘটনাটিকে মোটেও ভালোভাবে মেনে নেননি জয়া বচ্চন। মুখের উপর কথা শুনিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া কে। কিন্তু স্পষ্টভাষী জয়া বচ্চনকে কোন উত্তর দেননি প্রিয়াঙ্কা।