অভিনেত্রী কঙ্কনা রানাউত (Kangana Ranaut) এমন একজন শিল্পী, যিনি অল্পদিনের মধ্যেই সুপারহিট হয়ে যান। পুরস্কৃত হয়েছেন জাতীয় পুরস্কারেও। তাও আবার একটি সিনেমা নয় দু’দুটি সিনেমার জন্য তিনি পুরস্কার পেয়েছিলেন। ‘মণিকর্নিকা’ ও ‘পঙ্গা’ ছবির জন্য তিনি এই পুরস্কার পেয়েছিলেন। তবে সময় সবসময় এক থাকে না। তাঁর জীবনেও যেমন নেই। তাঁর শেষ ছবি ‘ধাকড়’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। পরবর্তীতে তিনি ডেঙ্গি আক্রান্ত হন। শারীরিক ভাবেও বিপর্যস্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী।
কিন্তু অসুস্থতা কাটিয়ে কঙ্গনা রানাওয়াত ফিরেছেন তাঁর পরবর্তী ছবির কাজে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনকালে দেশে তৈরি হওয়া জরুরী অবস্থা নিয়ে তৈরি তাঁর পরবর্তী ছবি ‘এমার্জেন্সি’। এই ছবিতে পরিচালকের ভূমিকায় দেখা যাবে এই কঙ্কনাকে। কিন্তু এই ছবির কাজ করতে গিয়েই দুর্ঘটনার শিকার হলেন অভিনেত্রী।
কয়েকদিন আগেই অভিনেত্রী এবং ‘এমার্জেন্সি’-এর টিম পাহাড়ি নদী, জঙ্গলের মধ্যে শুটিংয়ের লোকেশন খুঁজতে গেছিলেন। সেখান থেকে অভিনেত্রী কখনও লাল ট্র্যাক সুট, সবুজ রঙের জ্যাকেট এবং টাইটসে বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। কিন্তু এই লোকেশন খোঁজাই তাঁর কাল হল। কারণ লোকেশন খুঁজতে গিয়েই ঘটে গেল দুর্ঘটনা।
লোকেশান খুঁজতে গিয়েই নদী পার হওয়ার সময় পাথরে পা লেগে পিছলে পড়ে যান তিনি। এরপরেই পায়ে আঘাত পান তিনি। তবে কঙ্কনা সেই ঘটনার ছবিও শেয়ার করে জানিয়েছেন গুরুতর কিছু হয়নি। কঙ্কনার পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে নদীর জলের মধ্য একটি বড় পাথর ধরে ওঠার চেষ্টা করছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অতিরিক্ত উত্তেজিত হয়ে গেলে এই অবস্থাই হয়।’ দর্শকরা তাঁকে শুভ কামনা জানিয়েছেন ছবিটির জন্য এবং তাঁর সুস্থতা প্রার্থনা করেছেন।