শিক্ষার গুরুত্ব কতটা তা আমাদের সবারই জানা। ছোটবেলা থেকে বড়বেলা শিক্ষা না থাকলে সবটাই অপূর্ণ। প্রতিটি মুহূর্তে শিক্ষা প্ৰয়োজন। কর্মক্ষেত্রে হোক কিংবা স্কুল , আদালতে সবত্রই আছে গুরুত্ব। অতিসাধারণ থেকে তারকা , মন্ত্রী, প্রত্যেক এরই যোগ্য শিক্ষা থাকা উচিত। যদিও ফিল্মি জগতে অভিনয়ের দক্ষতা কে বরাবরই প্রাধান্য দেওয়া হয়েছে পড়াশুনার আগে। তবে নেটিজেনদের ও জানতে মন চায় তাদের প্রিয় তরকারা কতটা লেখাপড়া করেছেন স্কুল-কলেজ জীবনে। তাই আজ টলিউডের বিখ্যাত জনপ্রিয় অভিনেতাদের শিক্ষাগত যোগ্যতার তালিকা তুলে ধরব আপনাদের কাছে ।
বর্তমান টলিউড ইন্ডাস্ট্রি কোনো অংশেই কম যাচ্ছে না বাকি ইন্ডাস্ট্রি দের থেকে, তালে তাল মিলিয়ে চলছে । টলিউড অভিনেতা অভিনেত্রীরা বলিউড এ গিয়েও কাজ করছেন এবং জনপ্রিয় হচ্ছেন। টলিউড এর প্রথম সারীর অভিনেতা হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব, জিৎ, আবির, অনির্বান ভট্টাচার্য সহ আরোও অনেকে । অভিনয়ে একে অপরকে টেক্কা দিলেও পড়াশুনায় কে কতদূর আজ সে নিজেই আলোচনা করবো।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় : টলিউডের নামকরা অভিনেতা তিনি । কিনা নেই তার ঝুলিতে। ঝুড়ি ঝুড়ি সিনেমা করেছেন তিনি যা অগণতি । তবে তিনি অভিনয়ের দক্ষতার সাথেও পরাশুনায় কোনো অংশে কম না। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক তিনি।
দেব : রোমান্টিক , কমেডি সিনেমার জিনপ্রিয় নাম তিনি। অভিনেতার আসল নাম দীপক অধিকারী। একাধিক সিনেমা তার জনপ্রিয় হয়েছে। শ্রদ্ধেয় সৌমিত্র চ্যাটার্জির সাথেও ছবিতে তিনি অভিনয় করেছেন। তবে তার পড়াশোনার দৌড় কতদূর জানেন কি? জানা যায় পুনের ভারতীয় বিদ্যাপীঠ থেকে কম্পিউটার সায়েন্সর ডিগ্রি প্রাপ্ত তিনি।
জিৎ: দেবের পাশাপাশি জিৎ ও বাংলা ইন্ডাস্ট্রির আরও এক হ্যান্ডসাম হাঙ্ক। তিনি পাঞ্জাবি বাঙালি নন। তার প্রথম ছবি সাথী দিয়ে দিয়ে দর্শকদের মন বিপুল ভাবে জয় করেছেন। তার বয়স বোঝায় যায় না কখনো । এতটা ফিট থাকেন তিনি। অভিনেতা ভবানীপুর এডুকেশন সোসাইটি থেকে স্নাতক হয়েছেন।
আবির চ্যাটার্জি : বাংলার ক্রাশ তিনি। ব্যোমকেশ চরিত্রে ফাটিয়ে অভিনয় করেন তিনি।অভিনয়ের দক্ষ কতটা তিনি তা তার প্রতিটি ছবিতে প্রকাশ পায়।অভিনেতা গোয়েঙ্কা কলেজ অফ কমার্স এন্ড বিজনেস কলেজ থেকে এম বি এ করেছেন তিনি।
অনির্বান ভট্টাচার্য : টলিউড তাকে ছাড়া অচল। ভার্সেটাইল ও জনপ্রিয় অভিনেতা তিনি। সম্প্রতি ডিরেক্টর এর ভূমিকাতেই তাকে দেখা গিয়েছে। রবীন্দ্র ভারতী থেকে তিনি থিয়েটার এ স্নাতক হয়েছেন ।
অঙ্কুশ হাজরা : টলিউডের ডান্স কিং তিনি। কমেডি চরিত্রের অভিনয়ে তিনি দক্ষ যাকে বলে। টেলিভিশন এ জার্য এবং বন্ধু বিক্রম এর সাথে তাকে সঞ্চালনের ভুমিকাতেও দেখা গিয়েছে । হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি প্রাপ্ত।
রুদ্রনীল ঘোষ : দীর্ঘদিন ধরে যুক্ত আছেন তিনি এই ইন্ডাস্ট্রির সাথে। সবরকম চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে। নরসিংহ দত্ত কলেজ থেকে তিনি বি এস সি পাশ করেছেন।
যশ দাশগুপ্ত : সম্প্রীতি বাবা হওয়া যশ দাশগুপ্ত ভীষণ ই জনপ্রিয় ছিলেন টেলিভিশন পর্দায়। গ্যাংস্টার ছবির মাধ্যমে থেকে টলিউড এ আসেন। তিনি সি বি এস সি বোর্ডে মাধ্যমিক পাশ করেছেন ।