অনেকেই বাড়িতে বাগান করেন আবার কেউ কেউ শখের বসে সবজি চাষ করেন। বিশেষ করে সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে বাড়ি ভরিয়ে ফেলতে অনেকেই পছন্দ করেন। তার পাশাপাশি তো সবুজ সবজির চাষ রয়েছেই। আর এইসব গাছপালা বাড়িতে থাকলে মনটাও বেশ ভালো লাগে। কিন্তু বর্তমান সময়ে এত জায়গা আর সময় মানুষের নেই। তাই শখ থাকলেও সবজির চাষ বা ফল ফুলের গাছ লাগানো আর হয়ে ওঠে না।
তবে যাদের বাড়িতে উঠোন রয়েছে তারা আজও বিভিন্ন রকমের গাছ রোপন করে থাকেন। বিশেষ করে জুই, টগর, গোলাপ, জবা ইত্যাদি গাছ তো গৃহস্ত বাড়িতে হামেশাই দেখা যায়। কিন্তু সময়ের অভাবে আর সঠিক উপায় না জানা থাকায় গাছের পরিচর্যা করা হয়ে ওঠে না। তাই আপনাদের জন্য আজকের এই প্রতিবেদনটি এনেছি যেখানে ইউনিক পদ্ধতিতে বেলি ফুলের চাষ করতে পারবেন। আর গাছ ভরে উঠবে ফুলে।
পদ্ধতি :- এর জন্য প্রথমে আপনাকে একটি বেলির ফাইল নিতে হবে। তার ডাল কেটে নিচের এবং উপরের অংশ কেটে নিয়ে একটি কাগজের চায়ের কাপের নিচে ফুটো করে অর্গানিক মাটি দিয়ে তার মধ্যে গাছের ডাল ভরতে হবে। সেখানে জল দিয়ে ৪৫ দিন রেখে দিতে হবে। ৪৫ দিন পর তুলে নিলে দেখবেন গাছের আশপাশ দিয়ে শিকড় বেরিয়েছে।
এরপর সেটি তুলে নিয়ে আবার একটি টবে অর্গানিক মাটি দিয়ে সেই গাছটি উঠতে হবে। আর তাতে জল দিতে হবে। এর একশো কুড়ি দিন পর সেই বেলি ফুলের গাছের ডালটি মাটি শুদ্ধ তুলে নিলে দেখতে পাবেন যে গাছের নিচে অসংখ্য ডালপালা আর মূল বেরিয়েছে। এরপর এই মাটি শুদ্ধ ডালটি তুলে নিয়ে একটি টবে রেখে দিতে হবে। এরপর কালো মাটি দিয়ে গাছের চারপাশ ভরে দিতে হবে। তারপর দিতে হবে জল। ৪০ দিন মতো রাখলেই এই গাছ থেকে বেলি ফুল হওয়া শুরু হবে।