সোশ্যাল মিডিয়া ( Social Media) বিনোদনের ( Entertainment) অন্যতম একটি মাধ্যম। এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়। বিভিন্ন মানুষের কার্যকলাপ এর ভিডিও যেমন দেখা যাক তেমনি বিভিন্ন পশুপাখির কার্যকলাপের ভিডিও ও প্রতিনিয়ত দেখা যায়। এই ভিডিওগুলির এক একটির বিষয় হয় একেক রকমের ।
পশুপাখিদের বিভিন্ন কার্যকলাপ এর ভিডিও দেখা যায় । আবার অনেক পাখির কার্যকলাপের ভিডিও ও দেখা যায়। যেমন এর আগে একটি টিয়া ( Parrot) পাখিকে বিভিন্ন ধরনের আওয়াজ নকল করতে দেখা গিয়েছিল এবার একটি শালিক পাখির ভিডিও ভাইরাল ( Viral) হয় সোশ্যাল মিডিয়ায়
সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গেছে একটি বালকের ঘাড় এ বসে শালিক পাখিটি তার সাথে কথা বলেছে। ছেলেটি যখন কাশছে শালিকটিকেও তার নকল করে কাশতে দেখা গেছে।আবার ছেলেটি যখন তাকে জিজ্ঞাসা করে ‘তুমি খেয়েছো’ সে বলেছে ‘হ্যাঁ খেয়েছি’। সম্ভবত শালিক টি ছেলেটির পোষ্য। সেই তাকে কথা শিখিয়েছে।
ভিডিওটি দেখে অবাক হয়ে গেছে নেটিজেনরা। শালিক পাখিকে সাধারণত কথা বলতে দেখা যায় না। ভিডিওটি ভীষন ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ ইতিমধ্যে ভিডিওটি দেখেছেন এবং লাইক কমেন্ট শেয়ার করেছেন। উপযুক্ত ভাবে শিক্ষা দিলে শালিক পাখিও যে কথা বলতে পারে তাই প্রমান করেছে এই ভিডিওটি।