বর্তমান সময়ে সকলের জীবনই ব্যস্ততায় ভরা। তার মধ্যেও সকলে আনন্দ খুঁজে নিতে চায় সবসময়। স্যোশাল মিডিয়ায় (Social media) মাঝে মাঝেই বিভিন্ন মজার বা মন ভালো করে দেওয়ার মতো ভিডিও ভাইরাল হয়, যার মধ্যে পশুদের নিয়ে বিভিন্ন মজার ভিডিও (Funny video) নেট দুনিয়ায় বেশ জনপ্রিয়তা পায়। কখনো দেখা যায় দুই কুকুর মিলে মারামারি করছে, আবার কখনো দেখা যায় বিড়ালের ছোট বাচ্চা মারামারি করছে, আবার কোন কোন সময় দেখা যায় কুকুর ও বিড়ালের মারামারি করছে। আবার শিশু ও কোনো পশুর বন্ধুদের ভিডিও দেখা যায়।
পশুদের ভিডিওর ব্যাপক চাহিদা সোশ্যাল মিডিয়ায়। যাদের বাড়িতে পশু রয়েছে তারা সব সময় চেষ্টা করেন তাদের পশুদের নানান মজার কীর্তিকলাপ রেকর্ড করে রাখতে বা ভিডিও করে রাখতে। পরে সেগুলিকে ফেসবুকে বা বা ইনস্টাগ্রামে পোস্ট করা হয়। অনেকে আবার পশুদের নিয়ে নানারকম চ্যানেল খুলে থাকেন ও তাদের নিয়ে নানারকম ব্লগ (Blog) বানিয়ে থাকেন।
সম্প্রতি ভাইরাল (viral) হয়েছে একটি অবাক করা ভিডিও। যে ভিডিওতে একটি ছোট্ট বাঁদরের (Monkey) ছানাকে একটি বড় বিড়ালের (Cat) পিঠের উপর বসে থাকতে দেখা গেছে। বাঁদর ছানাটি রীতিমতো বিড়ালটির পিঠ আঁকড়ে এমনভাবে বসে রয়েছে যেন তারা দুই ভাই। বাদরটির নাম ‘মলি’। এই মলির আর বিড়ালটির খুব বন্ধুত্ব।
মলি যখন দুধের বোতল থেকে দুধ খায়, তখনই বিড়ালটিও নিজের খাবার খেতে বসে যায়। এইভাবেই দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। ভিডিওতে ফুটে উঠেছে মালকিনের বানর এবং বিড়ালের প্রতি সমান ভালোবাসা। মালকিন বানরটিকেও কলা খাওয়াচ্ছে, আবার বিড়ালটিকেও খাবার খাওয়াচ্ছে। ভিডিওটি ‘মলি মাঙ্কি’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওটি ইতিমধ্যে দেখে ফেলেছেন ১১ লক্ষ মানুষ এবং ভিডিওটি লাইক করেছেন প্রায় ৮ হাজার মানুষ। ভিডিওটি দেখে নেটিজনদের মন ভালো হয়ে যাবে।