লটারি কাটতে ভালোবাসেন অনেকেই। কেউ কেউ শখে লটারি কাটেন, আবার কারুর অর্থ উপার্জনের পথ হল লটারি। অনেকেই লটারি কেটে ধনী হয়ে যান। আবার কেউ কেউ বহুদিন ধরে লটারি কেটে কোনও টাকাই পান না। অনেকেই মনে করেন, এর কারণ হয়তো ভাগ্য। কিন্তু তা নয়, আসলে লটারি কাটার সময় কতগুলো টেকনিক মাথায় রাখতে হয়, তাহলেই লটারি জেতার সুবর্ণ সুযোগ থাকে।
অনেকেই ডিয়ার লটারি কাটেন। তবে ডিয়ার লটারি কাটার সময় যদি কয়েকটি বিষয় খেয়াল রেখে কিনতে পারেন, তাহলে আপনিও হতে পারেন কোটিপতি। উপায়গুলি জেনে নিন–
১. বহুদিন ধরে পরীক্ষা করে জানা গেছে, যেসব লটারি জেতে,সেইসব লটারির টিকিটে ১ সংখ্যাটি থাকে। তাই টিকিট কাটার সময় ১ সংখ্যাটিকে দেখে কাটুন। এছাড়াও ৩ বা ৫ বা ২ ও ৬ -এই জোড়-বেজোড় দেখেও কিনতে পারেন টিকিট।
২.প্রথমে লটারির টিকিটের এলোমেলো ডিজিটের প্রথম নম্বরের সাথে আপনাকে দ্বিতীয় লটারির নম্বরগুলোকে যোগ করতে হবে এবং একসাথে যোগফল বার করতে হবে। এই উপায়ে টিকিট কিনলে জিতবেন।
৩. জ্যোতিষ শাস্ত্র অনেকেই বিশ্বাস করেন। রাশির জাতক কি বারে কোন সময়ে লটারি কাটবে -এই নিয়ম মেনে লটারির টিকিট কাটতে পারেন। তাহলে জিতবে সেই টিকিট।