বাংলা টলিউডের অন্যতম হটস সেনসেশনের নাম মধুমিতা সরকার(Madhumita Sarkar)। তাবড় তাবড় অভিনেত্রীদেরও হার মানিয়ে দিচ্ছেন তাঁর সৌন্দর্যে ও অভিনয়ের দ্বারা। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়াতে হট অবতারে দেখা যায় তাঁকে। যে কোনও পোশাকই যেন তার সাথে একেবারেই মানানসই। যে কোনও রংয়ের যেকোনো ধরনের পোশাকে তিনি যেন স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার রুপের ঝলকে মুগ্ধ তাঁর ফ্যানেরা। যার প্রমাণ পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় তাঁর একাউন্টে ফলোয়ার সংখ্যা বৃদ্ধি দেখেই।
ছোটপর্দায় বোঝেনা সে বোঝেনা ধারাবাহিক দিয়ে তাঁর পথ চলা শুরু। সেখানে পাখির চরিত্রটি দর্শকদের কাছে ভীষণ প্রিয় হয়ে ওঠে। বড় পর্দায় অভিনেত্রীর যাত্রা শুরু হয় ‘লাভ আজ কাল পরশু’ সিনেমার মাধ্যমে। এরপর ‘চিনি’ সিনেমা থেকে শুরু করে বহু ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। শুধু তাই নয় তাঁর ফটোশুট দর্শকদের মন কেড়ে নেয় অচিরেই। মাঝে মাঝেই স্যোশাল মিডিয়ায় তাকে নানারকম ফটোশুট করতে দেখা যায়।
সম্প্রতি অভিনেত্রী মধুরিমা ইনস্টাগ্রামে (Instagram) একটি নতুন ভিডিও শেয়ার করেছেন। যে ভিডিওটি দেখেই দর্শকরা বুঝে গেছেন মধুমিতা নতুন একটি গাড়ি কিনেছেন। গাড়িটির রং নীল। ভিডিওটিতে দেখানো হয়েছে গাড়িটির কভার উন্মোচন। একইসাথে গাড়ি কেনার খুশি তিনি উৎযাপন করেছেন শ্যাম্পেনের বোতল খুলে। এছাড়াও ভিডিওটিতে দেখা গেছে তিনি সেই গাড়ি করে ঘুরতেও বেরিয়ে পরেছেন। সব মিলিয়ে মধুমিতা সরকার যে নিজের নতুন গাড়ি নিয়ে বেজায় খুশি, তা প্রকাশ পেয়েছে তাঁর পোস্ট করা ভিডিওতে। তাঁর নতুন গাড়ির দাম কত জানেন কি? গাড়িটির দাম ৪৫ লাখ টাকা।