ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

দুর্দান্ত সুযোগ দিচ্ছে পোস্ট অফিস, এই স্কিমে পেয়ে যাবেন ৮% পর্যন্ত সুদ

Published on:

ব্যাঙ্কের মতো পোস্ট অফিস হল টাকা জমানোর অন্যতম একটি নিরাপদ জায়গা। পোস্ট অফিসে চিঠি দেওয়া, নেওয়ার পাশাপাশি টাকা সঞ্চয় করা হয়। আর এই সংস্থাটি সরকারি হওয়ার কারণে এটি নিরাপদ সবদিক থেকে। এবারে এই পোস্ট অফিসের দূর্দান্ত কিছু স্কিম (Scheme) , যে স্কিমেগুলোর দ্বারা ৮% হারে সুদ পাওয়া যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পোস্ট অফিস সেভিংস স্কিম (post office savings scheme): এই স্কিমে সুদের হার ৭.১%। এই স্কিম দ্বারা ১৫০০ টাকা থেকে শুরু করে ৪.৫ লাখ টাকা পর্যন্ত জমা রাখা যাবে।

সুকন্যা সমৃদ্ধি স্কিম (sukanya samriddhi): মেয়ের বাবা-মায়েদের জন্য এই স্কিম। এর দ্বারা ৭.৬ হারে সুদ পাওয়া যাবে।দশ বছরের বেশি মেয়ের জন্য খোলা যাবে এই স্কিম।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident fund): এই স্কিমে সুদের হার ৭.১ শতাংশ। এই স্কিমে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত রাখা যাবে।

সিনিয়র সিটিজেন স্কিম (senior citizen scheme): এই স্কিম প্রবীণ ব্যক্তিদের। এখানে প্রায় ৮% হারে সুদ পাওয়া যায়। সর্বনিম্ন হাজার টাকা এবং সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত রাখা যাবে এই স্কিমে।

ন্যাশনাল সেভিং সার্টিফিকেট (National savings certificate): এই স্কিমের মাধ্যমে ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। সঞ্চিত অর্থ লোন হিসাবেও পেতে পারবে। লোন পাওয়ার জন্য NSC- এর শংসাপত্র গুলো এখানে দেওয়া যাবে।

About Author
Tamalika Sengupta

বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।