ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করল ‘নাটু নাটু’, RRR-র হাত ধরে ভারতে এল প্রথম আন্তর্জাতিক পুরস্কার

Published on:

শিক্ষা থেকে বিজ্ঞান, খেলাধুলা থেকে শুরু করে রাজনীতি, ব্যবসা সবেতেই আজীবন পারদর্শিতা দেখিয়ে এসেছে ভারত। সেই তালিকায় বিনোদনেরও যথেষ্ট অবদান রয়েছে। ভারতের বহু সিনেমা এবং গান আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে। এবারে সেই ধারাবাহিকতাই বজায় থাকলো দক্ষিণী সিনেমাগুলোর মাধ্যমে।এস এস রাজামৌলির হাত ধরে ফের উজ্জ্বল হল ভারতের মুখ। নতুন খ্যাতির পালক যোগ হল ভারতের খ্যাতির মুকুটে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ক্যালিফোর্নিয়ায় আয়োজিত হয়েছিল গোল্ডেন গ্লোব (GOLDEN GLOBES)। সেখানে রাহুল সিপলিগুঞ্জ এবং কলা ভৈরবের গাওয়া ‘নাটু নাটু’ গানটি সেরার শিরোপা পেল। RRR সিনেমার বিখ্যাত এই গানটির গায়ক-গায়িকা টেলর সুইফ্ট এবং লেডি গাগার মতো গায়কদের টেক্কা দিয়ে নিজেদের নামোজ্জ্বল করলো। এই প্রথম ‘নাটু নাটু’র মাধ্যমে রাজামৌলির হাত ধরে গোল্ডেন গ্লোব সম্মানে ভূষিত হল ভারত।

অনেক আগেই জানা গেছিল যে, গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হয়েছে এই ছবিটি। সেরা অরিজিনাল গান এবং সেরা ছবির নমিনেশন পেয়েছিল রাজামৌলির ‘RRR’। এবারে রামচরণ এবং জুনিয়র এনটিয়রের জুটিতে মিলে সেরার শিরোপাও পেয়ে গেল।২০২২ সালে ভারতে সবচেয়ে বেশি ব্যবসা করেছে এই ছবিটি। এবারে এই ছবিই পেল গোল্ডেন গ্লোবের সম্মান।

প্রসঙ্গতঃ এই নাটু নাটু গানটি ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবির ‘লিফ্ট মি আপ’,টেলর সুইফ্টের কণ্ঠে ‘ক্যারোলিনা’, লেডি গাগার কণ্ঠে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’-এর মতো গানকে হারিয়ে সেরার শিরোপা পেল।

About Author
Tamalika Sengupta

বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।