বর্তমানে অভিনীত ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) কথা সকলেই জানেন। সদ্যই প্রয়াত হয়েছেন এই অভিনেত্রী। দুবার ক্যান্সার কে জয় করে ফিরেছেন এই অভিনেত্রী। অবশেষে গত পয়লা নভেম্বর ব্রেন স্ট্রোকে (Brain Stroke) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। এরপর তার শারীরিক জটিলতা ক্রমশ বাড়তে থাকে এবং ২০ নভেম্বর আর লড়াই জারি রাখতে না পেরে না ফেরার দেশে পাড়ি দেন এই অভিনেত্রী।
তার এই মৃত্যুকে ভেঙে পড়েছে প্রত্যেকে। সকলেই চেয়েছিল একটি মিরাকেল হোক। কিন্তু সেটি হলো না তার পরিবার, বন্ধু, তার প্রেমিক সব্যসাচী চৌধুরী প্রত্যেক এ ভীষণ ভেঙ্গে পড়েছেন তার এই মৃত্যুতে। সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রেখেছেন তিনি।
ঐন্দ্রিলা শর্মার এই শারীরিক অসুস্থতাতে সম্পূর্ণ তার পাশে ছিলেন তার প্রেমিক সব্যসাচী চৌধুরী। হাসপাতালে রাত কাটিয়েছেন তিনি। একটি ধারাবাহিকের মাধ্যমে তাদের প্রেম শুরু হয়েছিল। এরপর কিভাবে কথা রাখতে হয় তা দেখিয়ে দিয়েছেন সব্যসাচী চৌধুরী। এবারে অভিনেত্রীর মা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন।
ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মা (Shikha Sharma) যে ভিডিওটি পোস্ট করেছেন সেটি একটি ছোট্ট রিল ভিডিও। সেখানে দেখা গেছে অভিনেত্রীর দু গালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সব্যসাচী চৌধুরী। এটি একটি ধারাবাহিকের দৃশ্য। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন ‘আমার সব্যর ঐন্দ্রিলা’ ভিডিওটি ভীষণ ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে ঐন্দ্রিলা শর্মা ও সব্যসাচী চৌধুরীর এই জুটিকে আরো একবার মনে করেছেন নেটিজেনরা।