অতি পরিচিত টলিউডের দুজন অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আর ইন্ডাস্ট্রিতে এই দুই অভিনেত্রীর দাপট সম্পর্কে অবগত সকলেই। এমনকি এই দুই নায়িকার মধ্যে বন্ধুত্বের সম্পর্কও অত্যন্ত ভালো। এই দুজন ছাড়া ইন্ডাস্ট্রি প্রায় অচল। দুজনেই তুলনাহীন।ইন্ডাস্ট্রির কোনোরকম অ্যাওয়ার্ড ফাংশন হোক কিংবা ঘরোয়া অনুষ্ঠান মাঝে মাঝেই এই দুই অভিনেত্রীর দেখা মেলে একসাথে। তবে এবার আরো একবার একসাথে দেখা মিললো এই দুই অভিনেত্রীর।
অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly) জীবন নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনার কোনো শেষ নেই। তাঁর স্বামী রাজ থেকে শুরু করে তাঁর ছেলে ইউভান প্রত্যেকেই অভিনেত্রীর কারণে মাঝে মাঝেই লাইম লাইটে উঠে আসেন। তবে সম্প্রতি একটি সুখবর নিয়ে অভিনেত্রীর অনুগামীদের মধ্যে উচ্ছাসের শেষ নেই।
কারণ দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা তিনি। আর যা তিনি নিজেই নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন সকলকে। আর এনিয়ে অসংখ্য মানুষের শুভেচ্ছাবার্তা ধেয়ে এসেছে অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্সে।
তবে এরই মাঝে তিনি অভিনেত্রী শ্রাবন্তি চট্টোপাধ্যায়ের সাথে সপরিবারে হাজির হলেন পুরীর রথযাত্রায়। যেখানে ছিল রাজও। সম্প্রতি অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন নিজেদের বেশ কয়েকটি ছবি। যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী শুভশ্রী ও শ্রাবন্তী একসাথে জগন্নাথদেবের সামনে হাত জোর করে প্রার্থনা করছেন। তাঁদের দুজনেরই পরনে রয়েছে একটি সাদা রঙের চুরিদার আর মাথায় ঘোমটা দেওয়া ওড়না দিয়ে।
View this post on Instagram
ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তা নিমেষের মধ্যে ছড়িয়ে পরেছে গোটা নেট দুনিয়া জুড়ে। তাঁর সাথে প্রশংসা ও শুভেচ্ছাবার্তা ধেয়ে এসেছে অভিনেত্রীর কাছে। এক কথায় হবু সন্তানের মঙ্গলকামনায় সেখানে যে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী তা বলার অপেক্ষা রাখে না