টালিগঞ্জের বর্তমান সময়ের অভিনেত্রী দের মধ্যে প্রথম সারির অন্যতম জনপ্রিয় একজন হলেন শুভশ্রী গাঙ্গুলী।কেরিয়ারের শুরুর দিকে কমার্সিয়াল সিনেমায় অভিনয় সর্বোপরি নিজের ডান্স দেখিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী।বর্তমানে অবশ্য সেসব ছবি থেকে অনেকটা দূরে শুভশ্রী।সম্প্রতি ভিন্ন স্বাদের ওয়েবসিরিজেও দেখা যাচ্ছে তাকে।হইচই নামক প্লাটফর্মের একটি ওয়েবসিরিজে একটু ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করেও দর্শকদের মন জয় করে নিয়েছেন শুভশ্রী।বর্তমানে অভিনেত্রী ছাড়াও তার অন্য একটি পরিচয় রয়েছে।তিনি হলেন টলিউডের খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী এবং এক পুত্র সন্তানের মা।
গতবছর শুভশ্রী যে কটি ছবিতে অভিনয় করেছেন সবকটি ছবিই বক্স অফিসে হিট হয়েছিল। এই বছর হইচই নামক ওটিটি প্লাটফর্মের ওয়েবসিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এ ইন্দুবালা দেবীর চরিত্রে তার অভিনয়, সকলকে রীতিমত অবাক করে তুলেছিল।
একইসাথে বর্তমানে তিনি ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনেও বসে রয়েছেন।পুত্র ইউভানের মা হওয়ার পরে অত্যাধিক মেদবহুল চেহারা হয়ে গিয়েছিল একসময়ের স্লিমফিট শুভশ্রীর।এই কারণে একাধিক কটাক্ষ শুনতে হয়েছিল অভিনেত্রীকে। অনেকেই আওয়াজ তুলেছিল তার ক্যারিয়ার শেষ।তবে আগাগোড়া হার না স্বভাবের শুভশ্রী সেখান থেকেই নতুন জীবন শুরু করেছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন শুভশ্রী।এই ছবি দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। ছবিতে শুভশ্রীকে দেখা যাচ্ছে স্লিমফিট ফিগারে।তার পরনে রয়েছে একটি নীল রঙের হাই থাই স্লিটেড পোশাক। পায়ে পরা রয়েছে সবুজ রঙের সরু হিলের জুতো। আঁটোসাঁটা করে বাঁধা চুল।মেদবহুল চেহারা থেকে হঠাৎ করেই তন্বী চেহারার শুভশ্রীকে দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।