টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা কম। অনেক সুপারহিট সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। তার ফ্যান ফলওয়ার্স সংখ্যা প্রচুর। এহেন সুন্দরী এই অভিনেত্রী যেমন সংসার সামলাচ্ছেন তেমনি কাজও সামলাচ্ছেন। ছোট একটি পুত্র সন্তানের মা ও হলেন তিনি। কাজের পাশাপাশি ছেলেকেও সময় দিতে ভোলেন না এই অভিনেত্রী।
সকলের প্রিয় এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও ভীষন একটিভ। বিভিন্ন রকমের ভিডিও ও ছবি তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। এবারে শুভশ্রী গাঙ্গুলীর আরেকটি ভিডিও ও ভীষণ ভাইরাল হল। সেখানে বান্ধবীর বিয়েতে তাকে দেখা গিয়েছিল। তার সেই বান্ধবীর ব্যাচেলর পার্টিতে তাকে দেখা গিয়েছিল। শুভশ্রী গাঙ্গুলীর পরনে ছিল পেস্তা কালারের একটি বিকিনি, চোখে ছিল সানগ্লাস এবং কানে ছিল কানের দুল। তার সকল বান্ধবীরাও ওয়েস্টার্ন ড্রেসে (Western Dress) ছিলেন।
সেই ভিডিওতে বান্ধবীদের সঙ্গে শুভশ্রী গাঙ্গুলী কে নাচতে দেখা গেছে। ভিডিওটি ভীষণ ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকে অনেক কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। অনেকেই ভিডিওটি কে অশ্লীল বলেছেন। তবে সেসবে একেবারেই কান দেননি এই অভিনেত্রী। নিজের মতো করে জীবন যাপন করতে ভালবাসেন তিনি। সব মিলিয়ে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে এবং ভিডিওটি নিয়ে ভীষণ চর্চা করেছেন নেটিজেনরা।