বাংলা ধারাবাহিকের (Bengali Serial) জগতে খুবই জনপ্রিয় একটি নাম স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। অভিনেত্রী নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শক মনে জায়গা তৈরি করে নিয়েছেন। ‘কী করে বলবো তোমায়’ ধারাবাহিকটির মধ্যে দিয়ে অভিনেত্রী বেশ জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৫ সালে ‘পারবোনা আমি ছাড়তে তোকে’ (Parbona Ami Charte Toke) সিনেমার মধ্যে দিয়ে বাংলা চলচ্চিত্রেও পা রাখেন।
‘কী করে বলবো তোমায়’ ধারাবাহিকের পর বেশ কিছুদিন ধারাবাহিক থেকে দূরে ছিলেন অভিনেত্রী। বর্তমানে তিনি ওয়েব সিরিজে জমিয়ে কাজ করছেন। চলতি বছরেই মুক্তি পেয়েছে অভিনেত্রীর নতুন ওয়েব সিরিজ ‘গভীর জলের মাছ’ (Govir Joler Mach)। আর এই ওয়েব সিরিজে কাজ করে অভিনেত্রীর ক্যারিয়ারে নতুন মোড় এসেছে। এছাড়া তিনি বহু ধারাবাহিকে লিড চরিত্রে অভিনয় করেছেন।
‘দুগ্গা দুগ্গা’, ‘ভজ গোবিন্দ’ ছিল স্বস্তিকার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। ‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘অভিমান’-এর মত হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। এক সময় তিনি মডেলিং ও করেছেন। মডেলিং থেকেই তিনি সিনেমায় সুযোগ পেয়েছেন। এরপর থেকে একের পর এক ধারাবাহিকে কাজ করে চলেছেন তিনি। সম্প্রতি ‘ফাটাফাটি’ (Fatafati) চলচ্চিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পাচ্ছেন অভিনেত্রী।
View this post on Instagram
ইদানিং সময়ে অভিনেত্রী স্বস্তিকা বোল্ড ফটোশ্যুটে ধরা দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাঁর নিজস্ব আইডি রয়েছে। যেখান থেকে তিনি সম্প্রতি বোল্ড ফটো পোস্ট করেছেন। কখনো ওয়েস্টার্ন লুকে, আবার কখনো সাবেকি লুকে দেখা যাচ্ছে তাঁকে। এবারে যে পোস্টটি করেছেন, সেখানে তাঁকে ভীষণ হট লাগছে। তাঁকে ছবিতে লাল গাউনে দেখা যাচ্ছে। এমনিতে লাল রঙের যে কোনো পোশাক মেয়েদের ভারী মিষ্টি লাগে। আপনিও চাইলে সামনের পুজোয় এমন পোশাক পরতে পারেন।