গাছ লাগাতে অনেকেই ভীষণ ভালোবাসেন । বাড়িতে জায়গা থাকলে অনেকেই সেই জায়গাতে গাছ লাগান । কেউ কেউ ভালোবাসেন বিভিন্ন ফুল গাছ লাগাতে। আবার কেউ কেউ পছন্দ করেন বিভিন্ন ফল কিংবা সবজির গাছ লাগাতে। বর্তমানে বাজারের সবজি বা ফল যখন কৃত্রিম উপায় এ তৈরি করা হচ্ছে সেই অবস্থায় যদি আপনার বাড়িতেই থাকে ফল বা সবজির গাছ তবে সেটি আপনার স্বাস্থ্যের জন্য খুব ই ভালো ।এবারে আপনি চাইলে টবের মধ্যে বাড়িতে বেগুন চাষ করতে পারবেন।
বাড়িতে বেগুন ( Eggplant) চাষ করার জন্য আপনাকে একটি টবে দোয়াস মাটি ও গোবর সার নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সেই মাটিতে বেগুনের মূলসহ চারা গাছ নিয়ে সেটি পুঁতে দিতে হবে ।এরপর টবে ভালো করে জল দিয়ে দিতে হবে এবং কিছুদিনের জন্য সেটিকে রেখে দিতে হবে।
এরপর আপনি কয়েকদিন পরে দেখতে পারবেন যে চারা গাছটি সতেজ হয়েছে এবং বাড়তে শুরু করেছে। এখন গাছে যদি দেখেন পোকা ধরছে তাহলে কীটনাশক ব্যবহার করবেন ।গাছে কিছুটা ভিটামিন প্রয়োগ করতে হবে । এরপরে বেগুন গাছটির পাশে একটি খুঁটির মত করে গাছের ডাল মাটিতে পুঁতে দিতে হবে। এরপরে প্রায় একমাস পর দেখতে পারবেন যে গাছটিতে বেগুন ধরতে শুরু করেছে। অতএব এভাবেই আপনি খুব সহজেই দুই মাসের ও আগে রান্নায় ব্যবহার করার মত বেগুন পেয়ে যাবেন আপনার বাড়ির গাছ থেকে।