Viral Video: বয়স একটি সংখ্যামাত্র। মনের বয়স বাড়ে কি? কেউ বলবেন হ্যাঁ, কেউ বলবেন না। কিন্তু আসলে মনের বয়স চাইলেই ধরে রাখা যায়। এই সত্যি প্রমাণ করেন বহু বৃদ্ধ-বৃদ্ধাই। বর্তমানে স্যোশাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ভাইরাল (Viral Video) হতে দেখা যায়। কখনো সেগুলো হয় পশুপাখির মজাদার ভিডিও, আবার কখনো সেগুলি হয় শিশুদের। কখনো আবার নাচ, গান, কবিতা বা অন্যান্য ভালো কন্টেন্টের ভিডিও পোস্ট হতে দেখা যায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যায় একটি ভিডিও। যে ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে একজন বয়স্ক মহিলা শাড়ি পরে সাইকেল চালাচ্ছেন। মহিলাটির চুল রীতিমতো সাদা হয়ে গেছে, চোখে মুখে বয়সের ছাপ পরেছে। অথচ নির্দিধায় দিব্যি সাইকেল চালাচ্ছেন সেই মহিলা। ইনস্টাগ্রাম এর মাধ্যমে ভিডিওটি শেয়ার করা হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে স্যোশাল মিডিয়ায়। ভিডিওটি দেখে রীতিমতো অবাক হয়েছে নেটদুনিয়া। প্রচুর লাইক এবং কমেন্ট এসেছে।
View this post on Instagram
আসলে এই ভিডিওটি সবার এতো ভালো লেগেছে কারণ– ভিডিওটিতে দেখানো মহিলাটির যা বয়স সেই বয়সে সাইকেল চালানো তো দূরের কথা, অনেকেই ঠিক মতো হাঁটাচলাই করতে পারেন না। কিন্তু ভিডিওতে মহিলাটির এত বয়সেও মনের জোর এবং শরীরের ক্ষমতা দেখে প্রত্যেকেই অবাক হয়ে গেছে। তাঁর সাইকেল চালানো দেখে মনে হচ্ছে যেন ১৭,১৮ বয়সের তরুণী সাইকেল চালাচ্ছেন। এই কারণেই এই ভিডিওটি ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।