প্রতি বারের মতো এবারেও টলিপাড়ায় মহানায়কের সম্মানের পুরস্কারের তালিকায় বেশ কিছু অভিনেতা অভিনেত্রী র নাম ছিল তারা হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় , শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ হাজরা। যাদের পুরস্কার পাওয়া নিয়ে বেশ বিতর্ক শুরু হয়েছে। গত বছর মহানায়ক সম্মান উঠেছিল নুসরত জাহান এবং সোহম চক্রবর্তীর হাতে।
এবং তারও আগে এই বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু কোনভাবেই এই সম্মানের তালিকায় সুপারস্টার জিতের নাম এখনো পর্যন্ত দেখা যায়নি। আর সেই সূত্র ধরেই বিতর্কের ঝড় তুলেছে নেট নাগরিকগণ। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার হলেন জিৎ। কিন্তু এই সুপারস্টার জিতের নামের আগে মহানায়ক এই তকমাটা কেন এখনো পর্যন্ত বসলো না তাই নিয়ে অভিযোগ জিৎ ভক্তদের।
একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে গেছেন দর্শকদের। বিভিন্ন ছবিতে ভিন্ন ভিন্ন ভাবে তার প্রতিভা প্রকাশিত হয়েছে। এখনো পর্যন্ত টলিউডে তিনিই পুরোপুরি মূলধারার বাণিজ্যিক ছবি ধরে রেখেছেন। যেখানে সোহম মহানায়ক সম্মান পেলেন সেখানে জিৎ কেন পেলেন না? এই নিয়েও উঠেছিল প্রশ্ন। তাহলে কি রাজনীতি না করার জন্য এখনো সেই সম্মান তিনি পেলেন না ? বক্তব্য জিৎ ভক্তদের।
তবে এ ব্যাপারে কখনো জিতকে কোন মন্তব্য করতে শোনা যায়নি। তিনি নিজের মতোই নিজেকে বিভিন্ন ছবিতে বিভিন্নভাবে তুলে ধরেছেন দর্শকদের সামনে। তবে অভিনেতার প্রতি অবিচারের অভিযোগে একই সুরে গলা মিলিয়েছেন সমস্ত জিৎ ভক্তরা।