ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

মনের আনন্দে ছোট বাচ্চাদের মতো খেলায় মেতেছেন একদল গৃহবধূ, ভাইরাল ভিডিও

Published on:

এখন প্রতিটি মানুষের হাতেই স্মার্টফোন (Smartphone ) রয়েছে। আর সেই স্মার্ট ফোনেই রয়েছে গোটা জগত অর্থাৎ সোশ্যাল মিডিয়া (Social Media)। আচ্ছা বলুন তো বর্তমান যুগে দাড়িয়ে এখন‌ কে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না? হয়তো হাতেগোনা কয়েকজনকে পেলেও পেতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সোশ্যাল মিডিয়াতে আমরা নাচ, গান, খেলা, কমেডি ভিডিও, সিনেমা সবই দেখতে পাই। এই সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার করে তো অনেকে আজ নিজের প্রতিভা সবার মাঝে বিকাশ করতে পারছেন। কয়েক বছর আগেও কিন্তু এটা এত সহজ ছিল না। প্রতিভা থাকা সত্ত্বেও বহু মানুষকে হারিয়ে যেতে হয়েছে। তবে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকটাই উপকার হয়েছে। যেমন প্রতিভা ব্যবহার করে ফেম পাওয়া যাচ্ছে, তেমনই পাওয়া যাচ্ছে টাকাও।

যত দিন এগোচ্ছে ততই যেন আমরা ডিজিটাল (Digital) দুনিয়ার উপর বেশি নির্ভর হয়ে পড়ছি। আর তাই দেশ-বিদেশের বহু খবর সহজেই পেয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার পাতায়। টিভির পর্দা ছেড়ে এখন মানুষ বেশি মন দিয়েছে মোবাইলের পর্দায়। আজ মানুষ নিজেদের অলস সময় কাটায় এই মোবাইলে বিভিন্ন রকমের ভিডিও দেখেই।

সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে এবারের ভিডিওটি কিছুটা আলাদা। এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কিছু মহিলা ছোটবেলার জনপ্রিয় খেলায় মেতে উঠেছেন আবার। তারা ছোটবেলাকে যেন আবার অনুভব করছেন।

এই বয়সে তাদের ছোটবেলার খেলা খেলতে দেখে অনেকেই চমকে গেছেন। ভিডিওটিতে দেখা গেছে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়েছে জিলিপি। আর হাত বাধা অবস্থায় দৌড়ে এসে লাফিয়ে সেই জিলিপি মুখে নিতে হবে ওই মহিলাদের। ছোটবেলার এমনই বেশ কিছু খেলায় মেতে উঠেছেন তারা।

আমরা আগে অনেকবার শুনেছি “বয়স একটা সংখ্যা মাত্র”। মহিলারা আরো একবার প্রমাণ করে দিলেন। এই ভিডিওর সামনে আসার পর অনেকেই নিজেদের ছোটবেলার দিনগুলি মনে করেছেন। আপনার যদি ভিডিওটি দেখতে চান তাহলে “Chekov Jojo” নামের youtube চ্যানেলে দেখতে পারেন।

ইতিমধ্যে বহু মানুষ এই ভিডিওটি দেখেছেন। সকলেরই এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। আপনারা যদি এই ধরনের আরো প্রতিবেদন পড়তে চান তাহলে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। এই প্রতিবেদনটি শেয়ার করতে পারেন।

About Author
Tamalika Sengupta

বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।