কথায় আছে আইনের চোখে সবাই সমান। ধর্ম, বর্ণ, জাত, গরিব, বড়লোক নির্বিশেষে আইনে সবার বিচার এক হয় এক্ষেত্রে। কোনো পার্থক্য নেই আইনের চোখে। কার্যাবলী ঠিকমতো পালন করার জন্য বিভিন্ন লোককে নিয়োগ করা হয় দেশ বা রাজ্যের তরফ থেকে। তাদের মধ্যে অন্যতম হলেন পুলিশ। পুলিশরা নিয়ম রক্ষা করেন আর সমাজে যারা নিয়মভঙ্গ করেন তাদেরকে শাস্তি দেওয়ার দায়িত্ব থাকে পুলিশের হাতে। অপরাধীদের জেলে ধরে নিয়ে যাওয়া,অপরাধীদের সঠিক শাস্তি দেওয়া হলো তাদের কাজ।
পুলিশদের নৈতিক কর্তব্য সততার সাথে কাজ করা। তবে পুলিশ অফিসাররা সবসময় সৎ হন না। আমাদের সমাজে অনেক অসৎ পুলিশ অফিসারদেরও দেখা যায়, যারা টাকার জন্য নিজের দায়িত্ব কর্তব্য সব ভুলে যান। তাদের এমন কিছু কার্যকলাপ করতে মাঝেমধ্যেই দেখা যায় যার ফলে পুলিশের প্রতি আমাদের শ্রদ্ধা বরঞ্চ কমে যায়। তবে সব পুলিশ এমন হবে এমন কোন মানে নেই, কিছু কিছু পুলিশ অবশ্যই খুব ভালো হন। এমন অনেক পুলিশ রয়েছেন, যারা নিজেদের দায়িত্ব কর্তব্যের সীমাবদ্ধতা অতিক্রম করেও মানুষের পাশে থাকেন, মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হতে দেখা গেছে, যেখানে দেখা যাচ্ছে শহরের ব্যস্ত রাস্তায় সকালবেলায় বিভিন্ন গাড়ি যাতয়াত করছে। ফলে রাস্তা পেরোনো মুশকিল। সেই মুহূর্তে গাড়ির জন্য রাস্তা পেরোতে পারছেন না এক বৃদ্ধ। এবার তাহলে কি হবে সেই বৃদ্ধের? ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে সেই বৃদ্ধটিকে বাচ্চাদের মতন কোলে করে নিয়ে রাস্তা পার করে দিচ্ছেন এক ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশটি এই কাজ নাও করতে পারতেন, কিন্তু তিনি মানবিকতার তাগিদে এই কাজ করেছেন। তাঁর এই কাজ সত্যিই প্রশংসনীয়।