অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Oindrila Sharma) সম্পর্কে সকলেই জানেন। দুবার ক্যান্সার জয় করে ফিরেছেন তিনি। তবে বর্তমানে তিনি ব্রেন স্ট্রোকে (Brain Stroke) আক্রান্ত। এই মাসে শুরুতে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তারপরেও এখনো পর্যন্ত তিনি কোমাতেই রয়েছেন। যদিও তার অবস্থার কিছুটা উন্নতি হলেও জানা গেছে আবারো তার জ্বর এসেছে। এখনো কোমা থেকে বেরোতে পারেননি তিনি।
এই খবর জানার পরে প্রত্যেকে ঐন্দ্রিলা শর্মার জন্য প্রার্থনা করতে শুরু করেছেন। তবে এবারে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রীর মা শিখা শর্মা (Shikha Sharma)। জানা যায় যে গত পহেলা নভেম্বর মায়ের পাশে ঘুমাতে ঘুমাতে হঠাৎই ঐন্দ্রিলার সারা শরীর অসাড় হয়ে যায়। তারপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে জানা গেছে নতুন করে আবারো জ্বর এসেছে অভিনেত্রীর। যেটি খুব একটা ভালো লক্ষণ নয়।
তবে তারপর অভিনেত্রীর মা সকলকে অভিনেত্রীর জন্য প্রার্থনা করতে বলেন। তিনি জানিয়েছেন যে তার সন্তান ঐন্দ্রিলার জন্য সকলেই যেন দ্রুত প্রার্থনা করেন ঈশ্বর বা আল্লাহর কাছে। তার মা এর এই প্রার্থনা সত্যিই ভীষণ হৃদয়স্পর্শী। যদি ও তার আগে থেকেই সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে প্রত্যেকে ঐন্দ্রিলা শর্মার জন্য প্রার্থনা করতে শুরু করে দিয়েছিলেন।