ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

দুর্দান্ত ফলন হবে ১২ মাস ফুলে ফলে ভরে যাবে, লেবু গাছে ১ চামচ দিয়ে দিন এই জিনিসটি

Updated on:

গাছ লাগাতে অনেকেই ভালোবাসেন। বাড়িতে একটু জায়গা থাকলেই অনেকেই বিভিন্ন ধরনের গাছ লাগান। কেউ কেউ ভালোবাসেন ফুলের গাছ লাগাতে। আবার কেউ কেউ ভালবাসেন ফল বা সবজির গাছ লাগাতে। তবে যে গাছই লাগান না কেন গাছ লাগানো পরিবেশের জন্য যে কতটা ভালো সে কথা আর বলার অপেক্ষা রাখে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তবে আমাদের একটি অতি পরিচিত গাছ হলো লেবু গাছ (Lemon Tree)। আমাদের সকলেরই ভীষণ প্রয়োজনীয় গাছ হলো লেবু গাছ। লেবুর পুষ্টিগুনও প্রচুর এবং অল্প জায়গাতেই লেবু গাছ লাগানো সম্ভব হয়। তবে সাধারণত দেখা যায় বাড়িতে লেবু গাছ লাগালে সেখানে ভালো ফলন হয় না। কিন্তু এমন কিছু পদ্ধতি রয়েছে যদি আপনি সেগুলো অবলম্বন করেন লেবু গাছের পরিচর্যা করেন তবে অবশ্যই আপনার বাড়ির লেবু গাছে ভালো ফলন হবে।

লেবু গাছে ভালো ফলনের জন্য মাটি ভালো করে খুঁড়ে তার মধ্যে কম্পোস্ট (Compost) দিতে হবে। তার ওপর দিয়ে দিতে হবে একমুঠো হাড়ের গুঁড়ো। এছাড়াও এর মধ্যে পটাশ সার দিয়ে উপর থেকে মাটি দিয়ে দিতে হবে। এছাড়াও লেবু গাছের যত্ন নেওয়া আবশ্যক। শুকনো ডালপালা থাকলে তা কেটে ফেলতে হবে এবং এই গাছকে সরাসরি সূর্যের আলোয় রাখতে হবে। তাহলেই আপনার বাড়ির লেবু গাছে ভালো ফলন দেবে এবং এর ফুলও ঝরে পড়বে না। কয়েক মাসের মধ্যেই লেবু ফলতে শুরু করবে।

About Author
Tamalika Sengupta

বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।