Best Bikes Under 45000: ভারতে দু’চাকার ব্যাপক বাজার রয়েছে। দেশের বিপুল সংখ্যক মানুষ বাইকের প্রতি আকর্ষণ রাখেন। বাইক কোম্পানিগুলি গ্রাহকদের আকর্ষণ করতে কম দামে একের পর এক বাইক আনছে। এই বাইকগুলির দাম কম হলেও, এগুলির ফিচার কিন্তু রয়েছে দুর্দান্ত। বর্তমানে জ্বালানির দাম বেশি হওয়ায় মাইলেজওয়ালা বাইকগুলির কদর ফের বাড়তে শুরু করেছে। দাম ৪৫ হাজারের কম হলেও এখানে যে পাঁচটি বাইক নিয়ে আলোচনা করা হবে, সেগুলি প্রতিটিই মাইলেজের ক্ষেত্রে দুর্দান্ত।
Know About Best Bikes Under 45000:
Hero HF Deluxe:- এর ইঞ্জিন 7.91 bhp শক্তি জেনারেট করতে পারে ও 4speed Manual Transmission এর সাথে যুক্ত। বাইকটি 82km/lt মাইলেজ দিতে সক্ষম আর নয়াদিল্লি এর প্রারম্ভিক মূল্য 39,400। এই বাইকে দেওয়া আছে 97.2 সিসি ডিসপ্লেসমেন্ট ইঞ্জিন।
BAJAJ CT 100: সাশ্রয়ী মূল্যের টু হুইলারদের মধ্যে অন্যতম এই বাইকটি। এতেও রয়েছে 99.27 সিসি একক সিলিন্ডার ইঞ্জিন।এর ইঞ্জিন 8.48 bhp শক্তি জেনারেট করতে পারে।এই বাইকটি এক লিটার পেট্রোলে 99 কিমি পর্যন্ত যেতে সক্ষম। বর্তমানে এই বাইকের এক্স শোরুম মূল্য 32000 টাকা মাত্র।
Bajaj Platina: এই বাইকে রয়েছে 102 সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। এর থেকে আউটপুটের পরিমাণ 7.9hp শক্তি ও 8.3Nm টর্ক। বাইকটি এক লিটার পেট্রোলে 70km মাইলেজ দিতে সক্ষম।বাইকটি অএয়ে যাবেন মাত্র ৪০,৫০০ টাকার বিনিময়ে।
TVS Sport: এই বাইকে রয়েছে 99.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড, ইঞ্জিন যার সাথে যুক্ত রয়েছে 4Speed ট্রান্সমিশন।এই বাইকটি এক লিটার পেট্রোলে 86km মাইলেজ দিতে সক্ষম। বর্তমানে এই বাইকটির দাম 40,088 টাকা।
Hero HF Dawn: Hero এর এই ল বাইকটির দাম 37,625 টাকা। এই বাইকটিতে এক লিটার পেট্রোল ভরলে মাইলেজ দেয় ৮২ কিলোমিটার।
1 thought on “Best Bikes Under 45000: স্বল্প বাজেটে ঘরে আনুন দুর্দান্ত মাইলেজসম্পন্ন এই ৫টি বাইক; জেনে নিন বিস্তারিত”