ছোটবেলা থেকেই গরু সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা রয়েছে। স্ব-গৃহে অনেকেই গোরু পোষেন। গোরুর দুধে অনেক পুষ্টি, গুন রয়েছে। তাই গোরুর দুধ খুব উপকারী। ছোট বেলা থেকেই গোরুর দুধ খেয়ে আমাদের বড়ো হয়ে ওঠা। ভারতের বহু মানুষের জীবিকা অর্জনের একটি উপায়ও হলো গোরু। হিন্দু ধর্ম অনুসারে গরুকে দেবতা রূপে পুজো করা হয়। তাই অনেকেই এই প্রাণীকে বলেন গো-মাতা।
গোরুকে নিয়ে অনেক ধরনের ভিডিও ভাইরাল হয়। কখনো দেখা যায় গোরু তার সন্তানদের আগলে রেখেছেন, আবার কখনো দেখা যায় গরুদের বিভিন্ন মজার ভিডিও। আবার কখনো দেখা যায় মালিকের কষ্টে কষ্ট পাচ্ছেন গোরু। বেশ কয়েকদিন আগেই যেমন ভাইরাল হয়েছিল নিজের বাঁট থেকে অনাথ কুকুরের বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে একটি গরু। এইসব ভিডিও সকলের কাছেই প্রিয়।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে একটি ছোটো শিশু মাটিতে হামা গুড়ি দিচ্ছে। তার আশেপাশে একটি কুকুর ঘুরে বেড়াচ্ছে। শিশুটি যেই ছুটতে শুরু করলো, তখনই কুকুরটিও বাচ্চাটির পিছন পিছন দৌড়াতে আরম্ভ করলো। এরপর বাচ্চাটি দৌড় থামিয়ে একটি ওখানেই বসে থাকা বাছুরের কাছে আসে। এরপর শিশুটি বাছুরের সঙ্গে খেলা করতে শুরু করে। এমনকি সে বাছুরটির মাথায় খেলার ছলে মারলেও বাছুরটি কিছু করছে না। চুপচাপ বসে রয়েছে বাছুরটি।
আসলে বাচ্চাটির মতো কুকুরটি এবং বাছুরটিও খেলা করছে। তিনজনেই সমস্ত বিষয়টা উপভোগ করছে। ভিডিওটি বেশ পুরনো। আজ থেকে তিন বছর আগে এই ভিডিওটি বাচ্চার খেলা করার মিষ্টি ভিডিওটি Monalisa Bhadra নামক ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়। বর্তমানে বহু মানুষ ভিডিওটি দেখেছেন। ভিউয়ের সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেছে। লাইক করেছেন ২.১ হাজার মানুষ। নেটিজনরাও বেশ আনন্দ পেয়েছেন ভিডিওটি দেখে।