টলিউড ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রাবন্তী চ্যাটার্জী। তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা কম । তার ফ্যান ফলওয়ার্স সংখ্যা প্রচুর ।অনেক বছর ধরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ।যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শীর্ষে থাকেন এই অভিনেত্রী ।মাঝেমধ্যেই তাকে ট্রল হতে দেখা যায় । কিন্তু সেসবে কান দেন না এই অভিনেত্রী।
শ্রাবন্তী চ্যাটার্জী সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ। মাঝেমধ্যে বিভিন্ন ধরনের ছবি তাকে পোস্ট করতে দেখা যায় ।এবারে শ্রাবন্তী চ্যাটার্জী এমন একটা ছবি পোস্ট করলেন যার মাধমে বোঝা গেল যে তার কোন অহংকার নেই। এত বড় একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও তিনি মাটিতে পা রেখে চলেন।
সেই ছবিটিতে শ্রাবন্তী চ্যাটার্জী কে দেখা গেলো রাস্তার একটি ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকা খেতে। রাস্তায় গাড়ি পার্ক করে গাড়ি থেকে নেমে তিনি রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন। তার পরনে ছিল সাদা রঙের একটি টপ এবং কালো রং এর একটি জিন্স। তার চুল ছিল খোলা ।বরাবরের মতো ভীষন মিষ্টি দেখতে লাগছিল এই অভিনেত্রীকে।
ছবিটির ক্যাপশন এ তিনি লিখেছেন “ফুচকা লাভার” ।তিনি যে ফুচকা খেতে ভীষণ ভালোবাসায় সেটি বোঝা গেছে এই ছবিটির মাধ্যমে। সব মিলিয়ে এই ছবিটি ভীষণ ভাইরাল হয়েছে। অনেকে অনেক রকম কমেন্ট করেছেন ছবিটিতে।
View this post on Instagram